• আপডেট টাইম : 08/01/2022 05:29 PM
  • 511 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বর্তমান সরকার গরিব, শিল্প ও শ্রমবান্ধব সরকার বলে উল্লেখ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, অসহায় মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাদের ঘরবাড়ি নেই তাদের বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার।

শনিবার (৮ জানুয়ারি) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কাফরুল থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর বিগত ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

‘বর্তমান সরকার গরিব ও শ্রমবান্ধব’

তিনি বলেন, আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। ২০২১ সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, মহামারির কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে গত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সে সংকট এখনো কাটেনি। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে।

এসময় কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মইজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম সমাদ্দার বাপ্পী, কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামসুর নাহার লাভলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...