রুটি-রুজি-ভোটাধিকার-গণতন্ত্রের জন্য আজ প্রয়োজনমুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনের উদ্বোধনকালে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম বলেছেন, মানুষের ভোট ও ভাতের অধিকার, বাক স্বাধীনতা রক্ষায় একাত্তরেরমুক্তিযুদ্ধের মতো এখনকার সময়েও জনগণকে নিয়ে বিশাল গণজাগরণ সংগঠিত করতে হবে। তিনি আজ ৭ জানুয়ারি ২০২২,
শুμবার সকাল ১০টায় মুক্তিভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণেরসম্মেলন উদ্বোধন করেন। এ সময়ে প্রস্তুতি পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেডশামসুজ্জামান হীরা দলীয় পতাকাউত্তোলন করেন। ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে এ সম্মেলন।কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দনের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম
শাহীন রহমান, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদারসহ ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও শাখা থেকে আগত নেতা-কর্মীউপস্থিত ছিলেন।কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আজ দেশ যেমন দুই ভাগে ভাগ হয়েছে, হয়ে আছে, তেমনি ঢাকা শহরও দুই ভাগে
ভাগ হয়ে রয়েছে। একদিকে রয়েছে ৯৯ শতাংশ মানুষ, যারা মধ্যবিত্ত, নি¤œবিত্ত, বিভিন্ন কারখানার শ্রমিক, রিকশাশ্রমিক, নি¤œআয়ের মানুষ। অন্যদিকে রয়েছে ১ শতাংশ বিত্তবান, যারা লুটেরা।তিনি বলেন, পাকিস্তান আমলে আমরা বলেছিলাম এক দেশে দুই অর্থনীতি চলতে পারে না। বাংলাদেশে এবং ঢাকা শহরে দুইটাঅর্থনীতি হয়ে গেছে। আমরা ৫৪ ভাগ বাঙালির অধিকার আদায়, ন্যায্য হিস্যা অধিকার আদায়ের জন্য একাত্তর সালে যেমনমুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করেছি। আজ ৯৯ ভাগ মানুষের ন্যায্য হিস্যা অধিকার আদায়ের জন্য একইভাবে আমাদের সংগ্রাম
গড়ে তোলা প্রয়োজন। সেই সংগ্রাম করতে না পারলে আমরা বাঁচতে পারবো না। মানুষকে বাঁচাতে পারবো না। দেশকে রক্ষাকরতে পারবো না।তিনি আরো বলেন, একাত্তরের যে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছিলো, তারা কারা? তারা ছিলো কারখানার শ্রমিক, গ্রামের কৃষক,
ক্ষেতমজুর, ছাত্র-যুবক, মেহনতি মানুষ। অস্ত্র হাতে যুদ্ধ করেছিলো এরা। অথচ অল্প কিছু মানুষ আজ ধনী হয়েছে, লুটপাটকরছে। তারা দেশের মানুষকে বিভিন্ন কায়দায় নির্যাতন করছে। আমরা বলেছিলাম, কেউ খাবে তো, কেউ খাবে না, কিন্তুমুক্তিযুদ্ধের পর সেই ¯েøাগানকে জলাঞ্জলি দেয়া হয়েছে। একাত্তর সালে গণমানুষের অধিকার আদায়ের, মুক্তির জন্য যদি মুক্তিযুদ্ধ
যদি ন্যায়সঙ্গত হয়ে থাকে, তাহলে আজকেও ৯৯ ভাগ মানুষের মুক্তির সংগ্রাম করাও যুক্তিসঙ্গত।
কমরেড সেলিম বলেন, জনগণের ভোট ও ভাতের সংগ্রাম রোধ করার জন্য সরকার মানুষের কণ্ঠ¯^র রোধ করছে, নিপীড়নেরস্টিম রোলার চালিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করছে। দেশে চলছে ফ্যাসিস্ট দুঃশাসন। দুঃশাসনহটাতে হবে, ব্যবস্থাবদলাতে হবে, জোট-মহাজোটের বাইরে বিকল্প শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। এ কাজ কমিউনিস্ট পার্টিকে অগ্রণী ভ‚মিকা পালন
করতে হবে। পার্টিকে সেজন্য প্রস্তুতি নিতে হবে।উেেদ্বাধনী সমাবেশ শেষে সকাল ১১টায় মৈত্রী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।