আদমজি ই.পি.জেডে এর কুনতং এ্যপারেলসের শ্রমিকদের ৬৪% বকেয়া অবিলম্বে পরিশোধ, লোকসান-এক্সিট পয়েন্ট-অক্ষমতার অজুহাতে শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিতকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি, চাকরির অবসানে শ্রমিকদের পাওনার শতভাগ দ্রুততম সময়ে পরিশোধ এবং ই.পি.জেড শ্রমআইন বাতিল করে সর্বজনীন গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে আজ ৩১ ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংহতি সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং জী-স্কপের যুগ্ম সমš^য়ক কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শরিফ, নির্বাহী সদস্য রুহুল আমিন সোহাগ, মোহা. সোহেল, আনোয়ার খান, নুর হোসেন সর্দার, মোহা. হাসান, কামাল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
সংহতি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রপ্তানী আয়ের ৮৩ ভাগ এবং বৈদেশিক মুদ্রার দ্বিতীয় প্রধান উৎস পোষাক শিল্প। আর এই পোষাক শিল্প পরিচালিত হচ্ছে পোষাক শ্রমিকদের হাড়-মাংস-রক্তকে পানি করা শ্রমের বিনিময়্।ে রাষ্ট্র এবং সরকার পোষাক শ্রমিকদের ঘামের বিনিময়ে অর্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে গর্ব করছে, বাহাদুরি প্রকাশ করছে অথচ এই কৃতিত্বের প্রকৃত মালিক পোষাক শ্রমিকদের রক্ষার পরিবর্তে প্রতিনিয়ত তাদের বঞ্চিত করার এবং তাদের প্রাপ্য পাওনা আত্মসাৎকারীদের রক্ষা করার কাজে নিয়োজিত। নেতৃবৃন্দ বলেন, করোনার সময় বিত্তশালীরা যখস প্রাণ বাঁচাতে ঘরের মধ্যে আবদ্ধ জীবনযাপন করেছে সেই সময়ও পোষাক শ্রমিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রেখেছিল। আর জীবনের ঝুঁকি নিয়ে অবদান রাখার বিপরীতে পুরুস্কার পেয়েছে প্রাপ্য আইনগত সুবিধা ছাড়াই চাকরি চ্যুতি , বেতন কর্তন আর নিপিড়ন। শ্রমিকদের প্রাপ্য গ্রাচ্যুয়টি থেকে বঞ্চিত করে ক্ষতিপূরণের নামে শ্রমিককে চাকরির অবসানে যে সামন্য সুবিধা দেওয়ার বিধান আইনে আছে পারস্পারিক সমঝোতার নামে শ্রমিকের সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। শ্রমিকের প্রাপ্য আত্মসাতের প্রচেষ্টাকারী মালিককে গ্রেপ্তার করা হচ্ছে না বরং মন্ত্রীসহ শ্রম আইন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রমিকদের ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত করার চুক্তি করা হচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, ই.পি.জেড কর্তৃপক্ষ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় পরিচালিত হয় তাই ই.পি.জেডে কর্মরত শ্রমিকের অধিকার লক্সিঘত হলে তার দায় প্রধানমন্ত্রীর উপর বর্তায়। আইনানুগ পাওনা পরিশোধ ছাড়াই কারখানা বন্ধের প্রচেষ্টার বিবুদ্ধে শ্রমিক আন্দোলনের চাপে পরে কুনতং এ্যপারেলসের মালিক ফেব্রæয়ারী ২০২১ এ শ্রমিকদের পাওনার ৩৬% পরিশোধ করে এবং ৬৪% পে-¯িøপ প্রদান করে। পর্যাপ্ত সম্পদ থাকা সত্তে¡ কুনতং এর মালিক বা এ.ই.পি.জেড কর্তৃপক্ষ প্রায় এক বছর যাবত শ্রমিকদের পাওনা পরিশোধ করছেন না। নেতৃবৃন্দ বলেন, ই.পি.জেড আইনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার হরণ করা হয়েছে আবার ই.পি.জেড কর্তৃপক্ষও শ্রমিকদের সুরক্ষার পরিবর্তে মালিকদের পক্ষ নিচ্ছে। এমনকি শ্রমিকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। নেতৃবৃন্দ শ্রমিক সুরক্ষায় ব্যর্থ ই.পি.জেড শ্রম আইন বাতিল করে সার্বজনীন শ্রম আইন প্রণয়ন করার এবং লভ্যাংশসহ কুনতং এ্যাপারেলসের শ্রমিকদের বকেয়া অবিলম্বে পরিশোধ করা না হলে ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেড়াওসহ কঠোর কর্মসূচী ঘোষণা করার হুঁশিয়ারী ব্যাক্ত করেন।