গাজীপুরের কালিয়াকৈরে একটি কয়েল কারখানায় আগুন লেগেছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় নবীয়াদ নামে একটি মসার কয়েল তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালালেও পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় পাড় হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বাড়ইপাড়া, বড়ইছুটি এলাকায় অবস্থিত নবীয়াদ নামে একটি মসার কয়েল তৈরি কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। পরে কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক পর্যায়ে আগুন বাড়তে থাকলে ওই কারখানার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে থাকে। এদিকে ফায়ার সার্ভিসের পানি সংকট দেখা দিলে আগুন নিয়ন্ত্রণে হিমসিমে পড়ে দমকল বাহিনী। পরে আশপাশের পুকুর ও বাসাবাড়ী থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালায়।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম পানি সংকটের কথা স্বীকার করে জানান, বাড়ইপাড়া একটি কয়েল কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।