রাজধানীর গেন্ডারিয়া এলাকার ৬৫০ জন শিশু মিলে গড়ে তুলে চাইল্ড ক্লাব। তাদের মিটিং এর জন্য বরাদ্দ ছিল ১০ টাকার বিস্কুট। অর্থাৎ ৬৫০০ টাকার বিস্কুট কিনে কোন একটি প্রোগ্রামে তাদের খাওয়ার কথা ছিল। কিন্তু না খেয়ে এবার এই শিশুরা বেশ কঠিন পদক্ষেপ নিয়েছে। তারা মনে করে বিস্কুট সে তো যখন তখনই খাওয়া যায়। বাবার কাছে বায়না করলেও এনে দিবে। কিন্তু একসঙ্গে ৬৫০০ টাকা এই হিসাবটা তো বেশ বড়।
শিশুরা গেল ১৬ মাস ধরে তাদের বড় ভাই বোনদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছে কোভিড-১৯ মোকাবেলায়। সেসময় তারা সরাক্ষণ কাজ করেছে ছোট শিশুদের জন্য। কখনও তারা অন্যান্য প্রতিবেশি বন্ধু শিশুদের সচেতন করেছে আবার কখনও হাত ধোয়া কর্মসূচিতে শিশুদের যথাযথ নিয়মে হাত ধুইয়ে দিতে সার্বিক সহযোগিতা করেছে। গণটিকা কার্যক্রমের সময় এই শিশুরা যারা বয়সে বড় তাদের টিকা নিবন্ধন করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে।
চাইল্ড ক্লাবের শিশু সোহানের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তার মা কোন কাজ করায় চারজনের সংসারে চলছিল চরম দুরাবস্থ। সোহানের এই দুঃসময়ে চাইল্ড ক্লাবের বন্ধুরা সিদ্ধান্ত নেয় তাদের নাস্তার টাকা দিয়ে সোহানের পরিবারের পাশে দাঁড়াবে। সেই সঙ্গে তাদের আরেকজন বন্ধু মিলনের পরিবারের অবস্থাও করোনা পরিস্থিতির কারণে খুব খারপ যাচ্ছে। মিলনদের ঘরেও উপার্জন করার মত তেমন কেউ নেই। চাইল্ড ক্লাবের শিশুরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধু সোহান এবং মিলন পরিবারের জন্য সিদ্ধান্ত নেয় যে তারা তাদের পরিবারের জন্য অল্প কিছু হলেও উপার্জনের ব্যবস্থা করে দেবে।
শিশুরা এই দুই বন্ধুর মায়ের সঙ্গে কথা বলে তাদের জন্য চা বিক্রির উপকরণ কিনে দিয়েছে। এই ব্যবসায় তেমন কোন লোকসান নেই বললেই চলে। খুব অল্প পুঁজিতে এই ব্যবসা করা যায়। তাই শিশুদের কিনে দেয়া বড় চায়ের ফ্লাস্ক, বালতি এবং চায়ের কাপ পেয়ে তারা ভীষণ খুশি। এরইমধ্যে তাদের এই উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে দুই পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। শিশুরা চাইল্ড ক্লাব গঠন করার পরবর্তী সময় থেকে এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
শিশু সোহানের মা বিলকিস বেগম (৫০) শিশুদের নাস্তার টাকায় উপার্জনের ব্যবস্থা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে এই শিশুদের সু-শিক্ষা ও উদ্যোগ আরো অনেককে স্বাবলম্বী করবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।
শিশু রাফসান চাইল্ড ক্লাবের পক্ষ থেকে দু্ই বন্ধুর পরিবারকে উপকার করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে আরো ভালো কিছু করার ইচ্ছা প্রকাশ করেছে।
এই উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে দুই পরিবারের হাতে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, নারী মৈত্রীর প্রজেক্ট ম্যানেজার তাসলিমা হুদা স্বপ্না।