• আপডেট টাইম : 27/12/2021 07:14 AM
  • 515 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী‌তে ভোট গণনা শে‌ষে ফেরার প‌থে পু‌লিশ ও নির্বাচন কর্মকর্তা‌দের ওপর হামলা চালিয়ে নির্বাচনী সাম‌গ্রী ছিনতাই‌য়ের চেষ্টা ক‌রে‌ছে পরা‌জিত তিন প্রার্থীর সমর্থ‌কেরা। এ সময় পু‌লি‌শের কা‌জে ব্যবহৃত এক‌টি মাই‌ক্রোবাসসহ দু’টি গা‌ড়ি‌তে অগ্নিসং‌যোগ করা হয়।

২৬ ডিসেম্বর রোববার রাত সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার সহস্রাম ধূল‌দিয়া ইউ‌নিয়‌নের গৌ‌রিপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় ভোট কে‌ন্দ্রের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।


পু‌লিশ জানায়, কেন্দ্রের ভোট গণনা শে‌ষে পু‌লিশ ও নির্বাচন কর্মকর্তারা সরঞ্জাম নি‌য়ে উপ‌জেলা সদ‌রে ফির‌ছিলেন। কেন্দ্র থে‌কে বের হওয়ার সময় একজন স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী ও দুই পরা‌জিত মেম্বারপ্রার্থীর সমর্থকরা পু‌লি‌শের ওপর হামলা চালায়। তারা ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে নির্বাচনী সাম‌গ্রী ছি‌নি‌য়ে নেওয়ার চেষ্টা ক‌রে। পাশাপাশি পু‌লি‌শের কা‌জের জন্য ভাড়া করা এক‌টি মাই‌ক্রোবাসসহ দু’টি গা‌ড়ি আগুন ধরিয়ে দেয় তারা। এসময় অন্তত ৩০ রাউন্ড রাবার বু‌লেট ছোঁ‌ড়ে প‌রি‌স্থিতি নিয়ন্ত্র‌ণে আনে পু‌লিশ ও বি‌জি‌বি সদস্যরা।‌

কি‌শোরগ‌ঞ্জের পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ জানান, এ ঘটনায় জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...