• আপডেট টাইম : 22/12/2021 08:52 AM
  • 506 বার পঠিত
  • শেখ মো. হাসান আলী
  • sramikawaz.com

গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাধারণ সম্পাদক আইবিসি-এর সাবেক সভাপতি মরহুম বদরুদ্দোজা নিজাম ভাইয়ের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২১ ডিসেম্বর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের কেন্দ্রীয় সভাপতি, আবিসির সাবেক সভাপতি,  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক নৌ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।  

আইবিসি-এর সভাপতি সভাপতিত্ব মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আমিরুল হক আমিন, সাবেক সাধারণ জেড এম কামরুল আনাম, সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন, সাবেক সাধারণ তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাবেক সাধারণ সালাউদ্দিন সপন, সাবেক সাধারণ কামরুল হাসান, অর্থ সম্পাদক তাহমিনা আক্তার সহ আইবিসির গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি এবং নারী কমিটি ও যুব কমিটির নেতৃবৃন্দ।

আইবিসির সাবেক সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, নিজাম ভাইকে খুব স্পষ্টভাষী মানুষ ছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন। দীর্ঘদিন আমরা একসাথে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করেছি।

গার্মেন্টস শিল্পে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল না, নিজাম ভাই আমাকে এর সাথে যুক্ত করেছেন। আমরা বিভিন্ন সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা একসাথে বসে আলোচনা করে সমাধান করেছি, এতে নিজের অনেক অবদান ছিল।  দোয়া করি আল্লাহ যেন বেহেস্ত নসিব করেন।

আইসিসির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমরা নিজাম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। দীর্ঘদিন যাবত আমরা একসাথে কাজ করেছি, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি অংশগ্রহণমূলক কার্যক্রমে যুক্ত থেকেছেন। তিনি সব সময় সাহসী বক্তব্য রাখতেন এবং সাহসী ভূমিকা পালন করতেন। তিনি আমাদের মাঝে থেকে চলে গেছেন, এটা শ্রমিক রাজনীতির এক অপূরণীয় সময়। আল্লাহতালা তাকে জান্নাত নসিব করুন। আইবিসির পক্ষ থেকে ও আমার সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।

আইবিসির সাবেক সাধারণ তোহিদুর রহমান বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় নেতা নিজাম ভাইকে। ১৯৭৯ সালে প্রথম নিজাম ভাইয়ের সাথে আমার পরিচয়। তখন তিনি শ্রমিকলীগের দপ্তর সম্পাদক ছিলেন। ট্রেড ইউনিয়নের সাথে তিনি আমাকে যুক্ত করেছেন এবং শ্রমিকের অধিকার আদায়ে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। আমি আজকে এ পর্যন্ত এসেছি এবং শ্রমিকদের নিয়ে কাজ করছি এটা নিজাম ভাইয়ের অবদান। তিনি আমার শ্রম রাজনীতিতে মিশে আছেন আমার হৃদয়ে। শ্রমিকদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা কারাবরণ করেছি নিজাম ভাই সহ একসাথে সেই দৃশ্য এখনো মনে পড়ে। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং আমাদের কাজের মধ্যে তিনি বেঁচে থাকবেন আজীবন'।

আইবিসির সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান বলেন, নিজাম ভাই খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি ছিলেন। তিনি সততার সহিত শ্রমিকদের নিয়ে কাজ করে গেছেন। আমাকে বিভিন্ন বিষয়ে শ্রমিকদের দাবি আদায়ের কৌশলগুলো বলতেন এবং কাজ করতে উৎসাহ প্রদান করতেন। তিনি একমাত্র নেতা যিনি কিনা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমাদের শ্রমিক নেতাদের মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন এবং শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এটা বিশাল এক পাওয়া, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

আইবিসি যুব কমিটির সভাপতি রাসেল বলেন, নিজাম ভাইয়ের মৃত্যুর সময় আমি উপস্থিত ছিলাম। শ্রমিকদের নিয়ে কাজ করতে গিয়ে নিজাম ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয়। নিজাম ভাইকে আমি আগে থেকেই চিনতাম না, পরিচয় হবার পর থেকে তিনি আমাকে সব সময় শ্রমিকদের নিয়ে কাজ করার জন্য উৎসাহ প্রদান করতেন। নিজাম ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। আমরা সবাই উনার জন্য দোয়া করব আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন।

শোক সভাটি পরিচালনা করেন আইবিসি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু । তিনি বলেন, মরহুম বদরুদ্দোজা নিজামের রুহের মাগফেরাত কামনা করে তাঁর স্মৃতি স্মরনের কথা বলেন, বদরুদ্দোজা নিজাম ছিলেন মানুষ গড়ার কারিগর, আমরা তার দেখানো পথে কাজ করবো সেই কামনা করি সকলের কাছে, আলোচনা সভা শেষে দোয়া মাহফিল করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...