• আপডেট টাইম : 21/12/2021 09:21 AM
  • 508 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


‘বাংলা চ্যানেল’ বলে পরিচিত কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগরপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৫৪ জন সাঁতারু। চ্যানেলটি পাড়ি দিতে ৮০ জন সাঁতারু নাম লিখিয়েছিলেন। তবে একজন শেষ পর্যন্ত বাদ পড়েন। তাঁদের মধ্যে ৫৪ জন পার হতে সক্ষম হন। বাংলা চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ১৬.১ কিলোমিটার। গতকাল সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে সাঁতার শুরু হয়।

‘১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার’ শিরোনামের এই আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা বাংলা নামের দুটি সংগঠন। এবার তিন ঘণ্টা ৫০ মিনিট সময় নিয়ে চ্যানেলটি পাড়ি দিয়ে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ডাকসুর সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল। এ ছাড়া দ্বিতীয় হন মাগুরার সুজা মোল্লা এবং তৃতীয় হন মো. আবু নাঈম। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মো. মনিরুজ্জামান এবার নিয়ে ১২ বার বাংলা চ্যানেল পাড়ি দিলেন। এদিকে এবার নিয়ে সর্বাধিক ১৮ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়েছেন লিপটন সরকার।

প্রথম স্থান অর্জনকারী সাইফুল ইসলাম রাসেল কালের কণ্ঠকে বলেন, ‘এর আগে চারবার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছি। গত বছর একসঙ্গে ডাবল পাড়ি দিয়েছি। আজ সাগর অনেকটা প্রতিকূল ছিল। এর পরও প্রথম হতে পেরে ভালো লাগছে।’

সিগফ্রিড রে নামের একজন ফরাসি নাগরিক দ্বিতীয়বারের মতো সফল চ্যানেল পাড়ি দিয়েছেন। ১০ বছর বয়সী সৈয়দা লারিসা রোজান ও ১৫ বছর বয়সী সৈয়দ আরবিন আয়ান নামের দুই ভাই-বোন এসেছিল সাঁতারে অংশ নিতে। কিন্তু সাগর উত্তাল থাকায় তাদের মাঝপথ থেকে তুলে নেওয়া হয়। তাদের বাবা আকতারুজ্জামান বলেন, ‘সাগর অনেকটা উত্তাল থাকায় মাঝ সাগর থেকে আমাদের নৌকায় উঠে যেতে হয়েছে। তবে লারিসার মনোবল দৃঢ় ছিল এবং সে থামতে চায়নি। কিন্তু আয়োজকরা ঝুঁকি নিতে চাননি। আগামীবার অবশ্যই চেষ্টা করব।’

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার কালের কণ্ঠকে বলেন, ‘চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এই আয়োজন করা হয়েছে। আজ (গতকাল) সাগর অনেক উত্তাল ছিল। ফলে নতুন সাঁতারুদের অনেকে সাঁতার শেষ করতে পারেনি। তবে বাংলা চ্যানেলে প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।’

প্রথমবার বাংলা চ্যানেল অভিযান পরিকল্পনা করেছিলেন স্কুবা ডাইভার ও চিত্রগ্রাহক প্রয়াত কাজী হামিদুল হক। তাঁর পরিকল্পনায় ২০০৬ সালের ১৪ জানুয়ারি লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাঈদ প্রথম বাংলা চ্যানেল পাড়ি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...