• আপডেট টাইম : 19/12/2021 09:45 PM
  • 488 বার পঠিত
  • এস.এইচ.সোহাগ, গাজীপুর
  • sramikawaz.com

 গাজীপুরের কোনাবাড়ী থেকে মোঃ রুবেল (২২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল শ‌নিবার ১৮ ডি‌সেম্বর ২০২১ খ্রিস্টাব্দ রাতে কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট প্রতাপপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল কক্সবাজার উখিয়া ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আটককৃত রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র ক্যাম্প থেকে বাহিরে বের করে এনে তাকে ছেড়ে দেয়। পরে তিনি চট্রগ্রাম থে‌কে ট্রেনে করে গাজীপুরের জয়দেবপুরে নামে। ওখান থেকে রেল লাইন ধ‌রে হাঁটতে হাঁটতে নছেরমার্কেট প্রতাপপুর এলাকায় পৌঁছান। তার কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক রেখে পুলিশকে খবর দেন। পুলিশ রোহিঙ্গা রুবেলকে উখিয়া ক্যাম্পে ফেরত পাঠাতে প্রস্তুতি নিচ্ছেন
Attachments area

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...