বাংলাদেশ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ ১৯ ডিসেম্বর রবিবার সকালে কুয়ালালামপুরে সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এই চুক্তির ফলে দীর্ঘ তিন বছর পর আবারও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত হলো।
এর আগে, স্থানীয় সময় ভোর ৫টায় মালয়েশিয়ায় পৌঁছান মন্ত্রী ইমরান আহমেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক মো শহীদুল আলম, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এবং মালয়েশিয়া আওয়ামী লীগ ও বাংলাদেশি কমিউনিটি নেতারাসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি-স্বাক্ষর-২
প্রসঙ্গত, দেশের জন্য অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়ায় আগে নিয়মিত শ্রমিক পাঠানো হলেও বাংলাদেশি কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ২০১৮ সাল থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটির সরকার। দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেয় মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ।