• আপডেট টাইম : 17/12/2021 01:51 AM
  • 529 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, নারায়নগঞ্জ
  • sramikawaz.com


এ্যাডভোকেট মন্টু ঘোষ বলেছেন, যাদের শ্রমঘামে দেশের উন্নয়ন হচ্ছে তারাই আজ অবহেলিত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফতুল্লা থানা কমিটির ৪র্থ থানা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়নগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারে ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হয় এ সম্মেলন শুরু হয়। থানা কমিটির সভাপতি রনজিৎ কুমার দাসের সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার সাধারন সম্পাদক শিবনাথ চক্রবর্তি, আ. হাই শরিফ , দুলাল সাহা, বিমলকান্তি দাস, ইকবাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মন্টুঘোষ বলেন, ¯^াধীনতার ৫০ বৎসর পুর্ণ হলেও শোষনহীন সমাজ ব্যবস্থা গড়তে মেহনতি মানুষের যে আশা ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। জনগন প্রকৃত মুক্তি হয়নি। ধনি-দরিদ্র বৈষম্য আজ প্রকট আকার ধারন করেছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে মানুষ আজ দিশেহারা। জিনিষপত্রের দাম বাড়লেও শ্রমজীবি মানুষের মজুরি বৃদ্ধি হয়নি।

সরকার আজ ধনিক শ্রেণির প¶ে অবস্থান নিয়েছে। বাজার সিন্ডিকেট, কেসিনো বানিজ্য, মাদক ব্যবসায় সরকারের লোকজন জড়িত। তার লুটপাট করছে প্রতিনিয়ত দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। গণতন্ত্র আজ অনুপস্থিত জনগন। ভোটের অধিকার হারিয়েছে, দেশে একদলীয় শাষণ ব্যবস্থা কায়েম করেছে। দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে। এভাবে দেশ চলতে পারেনা এ অচলবস্থা ভাংতে হলে শ্রমজীবি মানুষকে র¶া করতে হলে , কমিউনিষ্ট পার্টিকে শক্তিশালি করে গড়ে তুলতে হবে। সরকার কথায় কথায় উন্নয়নের কথা বলছে। যাদের শ্রমঘামে দেশের উন্নয়ন তাদেরকে অবজ্ঞা করছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...