বগুড়ার আদমদীঘির সান্তাহারে আগুনে পাঁচজনের প্রাণহানির পর জানা গেল বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাটির পরিবেশ ও বিএসটিআইয়ের ছাড়পত্রই ছিল না। অনুমোদন ছাড়াই সেখানে একবার ব্যবহার উপযোগী (ওয়ান টাইম) প্লেট ও গ্লাস উৎপাদন করা হচ্ছিল। ফায়ার সার্ভিসের নীতিমালাও মানা হয়নি। আর আইন ভেঙে কাজ করানো হতো কিশোর শ্রমিকদের দিয়ে। এ রকম নানা অব্যবস্থাপনা ছিল কারখানাটিতে।
কারখানাটিতে গত মঙ্গলবার আগুনে দুই কিশোর শ্রমিকসহ পাঁচজনের মৃত্যু হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
কারখানার তথ্য জানতে চাইলে গতকাল বুধবার হিসাবরক্ষক জাহাঙ্গীর আলম জানান, সেখানে দুই সিফটে মোট ৬৪ জন শ্রমিক কাজ করতেন। একজন শ্রমিকের মাসিক বেতন ছিল চার-পাঁচ হাজার টাকা। সেই হিসাবে একজন শ্রমিকের দৈনিক মজুরি ছিল ১৩০ থেকে ১৬৬ টাকা।
শ্রমিকদের সঙ্গে কথা বলা জানা গেছে, মজুরি কম হওয়ায় দক্ষ শ্রমিক না পেয়ে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো কারখানাটিতে।
তবে পাঁচ শ্রমিকের মৃত্যুর পর প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।
কারখানা ও শ্রমিক সূত্রে জানা গেছে, ২০২০ সালে চীন থেকে চারটি এবং কোরিয়া থেকে তিনটি মেশিন এনে কারখানা চালু করা হয়। গত ৫ ডিসেম্বর চীন থেকে আরো ছয়টি মেশিন আনে কর্তৃপক্ষ। এসব রিসাইক্লিং মেশিনে পণ্য তৈরির পর অধ্যধিক গরম থাকে। বেশি তাপমাত্রার কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, শুরুতে পৌরসভা ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিয়ে উৎপাদন শুরু করে কারখানাটি। কিন্তু পরিবেশ অধিদপ্তর এবং বিএসটিআইয়ের ছাড়পত্র নেয়নি তারা।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রুহুল আমীন বলেন, গত ১৩ নভেম্বর ওই কারখানায় অগ্নিনির্বাপণ সংক্রান্ত মহড়ার আয়োজন করা হয়। তখন সেখানে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জাম দেখা যায়নি। মহড়ার দিন কারখানা মালিককে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখতে বলা হয়। তা ছাড়া কোনো দুর্ঘটনায় শ্রমিকরা যাতে নিরাপদে কারখানা থেকে বের হতে পারেন সে জন্য আরো একাধিক দরজার ব্যবস্থা রাখতেও বলা হয়েছিল। কিন্তু তারা তা শোনেনি।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সুফিয়া নাজিম কালের কণ্ঠকে বলেন, বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র না নিয়ে শুধু একটি অবস্থানগত ছাড়পত্র নিয়েছিল, যাতে সেখানে কারখানা করা যায়। কিন্তু তারা সেখানে কোনো পণ্য উৎপাদনের ছাড়পত্র নেয়নি।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু দাবি করেন, তাঁর কারখানার ছাড়পত্র আছে। তখন উৎপাদনের ছাড়পত্র আছে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমরা টাকা জমা দিতে গিয়েছিলাম। কিন্তু পরিবেশ অধিদপ্তর টাকা নেয়নি।’
এদিকে নিহতদের লাশ গতকাল স্বজনরা শনাক্ত করেছেন। তাঁরা হলেন সান্তাহার পৌর এলাকার সিহাব হোসেন (১৪), উপজেলার পলোয়ান পাড়ার ইমন আলী মণ্ডল (১৫), সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের শাহজাহান আলী (২৮), ছাতনী গ্রামের বেলাল হোসেন (৫৫) এবং পৌর শহরের ঘোড়াঘাটের আব্দুল খালেক (৫০)।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, শারীরিক গঠনসহ বিভিন্ন আলামত দেখে স্বজনরা নিহতদের লাশ শনাক্ত করেন। পাঁচটি লাশের ওয়ারিশরা আলাদাভাবে শনাক্ত করায় কোনো সমস্যা হয়নি। পরে পরিবারের কাছে তাঁদের লাশ হস্তান্তর হয়।