পুলিশ সার্জেন্টের বাবাকে চাপা দিলো ব্যক্গিত গাড়ী। গাড়ীর মালিক প্রভাবশালী হওয়ার কারণে মামলা নিচ্ছে না থানা পুলিশ। থানা পুলিশই যেখানে অপরাগ। প্রথম আলো এমন এক অনুসন্ধান
করেছে।
ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ২ ডিসেম্বর গুরুতর আহত হন পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং। ঘটনার পর মামলা করার জন্য কয়েক দফা চেষ্টা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত এই নারী কর্মকর্তা। কিন্তু বনানী থানা মামলা নেয়নি। কেন মামলা নেওয়া হচ্ছে না, এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলছেন না পুলিশের কর্মকর্তারা।
রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে দ্রুতগতির ব্যক্তিগত গাড়ি মনোরঞ্জন হাজংয়ের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। এতে গুরুতর আহত হয়ে এখন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিজিবির সাবেক এই হাবিলদার।
আজ বুধবার বারডেম হাসপাতালে কথা হয় মহুয়া হাজংয়ের সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ আছে। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা আকার-ইঙ্গিতে মামলা করে কোনো লাভ হবে না বলে বুঝিয়ে দিচ্ছেন।’
মহুয়া হাজং আক্ষেপ করে বলেন, ‘এজাহার কয়েকবার পাল্টাতে হয়েছে। অভিযুক্তদের নাম কেটে অজ্ঞাতনামা লিখতে হয়েছে। অভিযুক্তদের নামসহ এজাহার দেখে থানার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আমার বয়স কম, তাই ঘটনা বুঝতে পারছি না। তাঁরা আমাকে এজাহার লেখা শিখিয়েছেন। ১১ ডিসেম্বর এজাহারে অভিযুক্তদের নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা লেখার পর থানায় এজাহার রেখে আসতে বলেছেন। এখন পর্যন্ত এ বিষয়ে থানা থেকে আমাকে কিছু জানানো হয়নি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর বনানী থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর বাবার মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৫-৪৯০৬), চালকসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশই তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করে। অথচ পরে কিছু না জানিয়ে থানা থেকে ব্যক্তিগত গাড়িসহ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
২০০৪ সালে বিজিবি থেকে অবসরে যান মনোরঞ্জন হাজং। তিনি বনানীর একটি বেসরকারি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। মহুয়া জানান, দুর্ঘটনার পর ৩ ডিসেম্বর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অস্ত্রোপচার করে তাঁর বাবার ডান পায়ের গোড়ালির নিচ থেকে কেটে ফেলা হয়। ৮ ডিসেম্বর সংক্রমণের কারণে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। ঊরু থেকে পুরো পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
কেন মামলা নেওয়া হচ্ছে না, এ ব্যাপারে জানতে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমে মুঠোফোনে কথা হয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়ার সঙ্গে। কোন বিষয়ে প্রতিবেদক কথা বলতে চাচ্ছেন, তা জানার পর তিনি মিটিংয়ে আছেন বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।
পরে থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে ফোন করলে বলেন, ‘এ বিষয়ে আমরা কথা বলতে পারব না। আপনি ডিসি স্যারের সঙ্গে কথা বলেন।’
ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠালেও গতকাল রাত নয়টা পর্যন্ত তিনি জবাব দেননি।
পরে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) হাফিজ আল আসাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নারী সার্জেন্টের বাবার মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। গণমাধ্যমে কয়েক দিন ধরেই বিষয়টি আলোচিত—এ প্রসঙ্গ উল্লেখ করলে তিনি বলেন,‘আগামীকাল বা ফ্রি সময়ে আসেন, জেনে বলব।’
মহুয়া হাজংয়ের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা। বর্তমানে সপরিবার থাকেন রাজধানীর নিউ বেইলি রোডে। মহুয়া হাজং জানালেন, তাঁর চাকরির বয়স তিন বছর। বাবার মামলা নিয়ে গণমাধ্যমে কথা বলে তোপের মুখে আছেন তিনি। ভবিষ্যতে চাকরিতেও তার প্রভাব পড়তে পারে বলে তাঁর আশঙ্কা।
মহুয়া জানালেন, ভাই মৃত্যুঞ্জয় হাজং পড়াশোনা করছেন। বাবার পেনশন, তাঁর ও বাবার চাকরির আয়ে সংসার ভালো চলছিল তাঁদের। তিনি বলেন, ‘এখন বাবার চিকিৎসা তো মাত্র শুরু, এ খাতে কত টাকা লাগবে, তা জানি না। বিষয়টি ভাবিয়ে তুলছে আমাদের।’
‘অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচসহ অন্যান্য সহায়তা করার মাধ্যমে আপসের প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু আমি কোনো পরিস্থিতিতেই আপস করব না।’—বললেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সদস্য।