• আপডেট টাইম : 14/12/2021 02:09 PM
  • 581 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। ১৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সান্তাহারের হবির মোড়ে বিআইআরএস নামে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

নওগাঁ ও বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইন্সপেক্টর রুহুল আমিন জানান, আগুন নেভানোর পর কারখানার ভেতরে পাঁচ জনের লাশ পাওয়া যায়। তাদের নাম-পরিচয় জানা যায়নি। আরও কেউ মারা গেছে কি-না দেখা হচ্ছে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, হবির মোড়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টোর মালিকানাধীন বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওয়ান টাইম প্লেট, গ্লাস ও অন্যান্য সরঞ্জাম তৈরির কারখানা আছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় আগুনে লাগে। নওগাঁ ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বগুড়া থেকে আরও চার ইউনিট যোগ দেয়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সোশ্যাল সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন জানান, এক বছর আগে তারা কয়েকজন মিলে এই কারখানা প্রতিষ্ঠান করেন। আগুনে প্রায় ২০ কোটি টাকা মূল্যের মেশিনপত্র, উৎপাদিত মাল, কাঁচামাল পুড়ে ছাই হয়েছে। সবমিলিয়ে অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...