• আপডেট টাইম : 09/12/2021 05:22 PM
  • 521 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া আরও পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা ওই পাঁচজনের মরদেহ (হাড়গোড়) ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে আগুনের ঘটনায় মোট ৫৪ মরদেহ হস্তান্তর করা হলো।

নারায়ণগঞ্জ জেলা সিআইডি’র পরিদর্শক মো. আতাউর রহমান জানান, বৃহস্পতিবার পাঁচজনের মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে সবার মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জে মর্গে থাকা মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা লাবনী, সাজ্জাদ, শাকিল ও রকিব হোসেন।

তিনি আরও জানান, মৃত ৫৪ জনের মধ্যে ৫১ জন দগ্ধ হয়ে মারা যান। বাকি তিনজন ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান।

এর আগে গত ৪ আগস্ট ২৪ জনের এবং ৭ আগস্ট ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...