• আপডেট টাইম : 09/12/2021 07:35 AM
  • 1033 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, গাজীপুর মহানগর
  • sramikawaz.com

একবার টঙ্গীর কলকারখানা অধিদপ্তর, আরেকবার উত্তরায় বিজিএমইএ এর কার্যালয়-এভাবে দুইদিন আর শীতের রাত কাটাতে হলো গাজীপুরের শ্যামলী এবং প্যানউইন ডিজাইনের শ্রমিকদের। তবুও মিলল না বকেয়া বেতন ভাতা। মন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস নিয়ে শুণ্য হাতে বাসায় ফিরতে হলো।

শ্যামলী গার্মেন্টস এবং প্যানউইন ডিজাইন লি. দুটি গার্মেন্টস কারখানা। কারখানা দুটি একই মালিকের। গাজীপুর অবস্থিত। পূর্ব ঘোষণা ছাড়াই এবং শ্রমিকদের বেতন-ভাতা না দিয়েই কারখানা দুটি বন্ধ করে দেয়া হয়। বেতন ভাতা পাওয়ার জন্য গত ১ নভেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রিপক্ষিয় আলোচনা সভার মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রটি স্টাম্পে লিপিবদ্ধ হয়।

চুক্তি অনুযায়ী
১) শ্রমিক কর্মচারিদের সেপ্টেম্বর মাসের বেতন ১১ নভেম্বর পরিশোধ করা হবে।
২) অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে ৫ ডিসেম্বর।
৩) মালিকের আর্থিক অক্ষমতার কারণে কমপ্লায়েন্স না থাকা, শ্রম আইন পরিপালন পকরতে না পারা, ইত্যাদি মালিকের নানাবিধ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে উক্ত কারখানা কর্তৃপক্ষ কারখানা দুটি ১ নভেম্বর/২০২১ ইং তারিখ হতে চুড়ান্তভাবে বন্ধ ঘোষনা করা হয়।
৪) শ্রমিক-কর্মচারীদের অন্যান্য আইনগত চুড়ান্ত পাওনাদি মালিক শ্রম আইন অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করবে।


শ্রমিকরা জানান, ১ নম্বর সিন্ধান্ত বাস্তবায়ন হলেও বাকী সিন্ধান্ত বাস্তবায়নের দাবীতে ৭ ডিসেম্বর শ্রমিকরা টঙ্গীতে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ অবস্থা শুরু করে। এ সময় শ্রমিকদের ধোকা দেয়া হয়।


সকালে শ্রমিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যান, সেখানে গিয়ে কলকারখানার প্রধান ফটকে তালা ঝুলানো দেখতে পান। এমন কি কাউকে পাওয়া যায়নি। পরে শ্রমিকরা উত্তরা অবস্থিত বিজিএমইএ অফিসে গিয়ে সেখানে অবস্থান করার চেষ্টা করেন। শ্রমিকরা জানান, এ সময় সেখান থেকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে টঙ্গীতে শ্রমিকদের কলকারখানা অধিদপ্তরে পাঠিয়ে দেয়া হয়। সেখানে রাত ভর অবস্থানের পরের দিন জানানো হয়, এ মূহূর্তে কিছু বলা যাবে না, ২০ ডিসেম্বর শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠকে হবে। সেখানে বিস্তারিত আলোচনা হবে, সিদ্ধান্ত হবে।


বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করা হলে, কারখানার প্রশাসনিক কর্মকর্তা রমিজ উদ্দিন শ্রমিক আওয়াজকে বলেন, আমি নিজেও ৭ মাস যাবৎ বেতন পাই না। মালিক পক্ষের কারো সাথে যোগাযোগ করতে পারছি না। মালিক তার পরবরিবার নিয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...