• আপডেট টাইম : 07/12/2021 08:26 AM
  • 525 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার পর ফাঁস হওয়া ফোনালাপে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতারা।

মুরাদের পদত্যাগের দাবি তোলার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারপ্রধান এই নির্দেশ দেয়ার পর কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সেলিমা রহমান।

আব্বাস বলেন, ‘আমি আপনার থেকে প্রথম শুনলাম (মুরাদের পদত্যাগের নির্দেশ)। যদি এটি হয়ে থাকে, তাহলে এটি সঠিক কাজ হয়েছে। যদি এই সিদ্ধান্ত তিনি (প্রধানমন্ত্রী) নিয়ে থাকেন, তাহলে আমি বলব বহুদিন পর উনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনাকে আমার ব্যক্তিগত জায়গা থেকে ধন্যবাদ জানাই।’

দুই দিন আগে একটি অনলাইন টকশোয় এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেন।

এ নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ফেসবুকে একটি টেলিফোনালাপ ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এটি মুরাদের। সেখানে শোনা যায়, তিনি একজনকে ফোন করে এক চিত্রনায়িকাকে তার কাছে যেতে বলেন। এই কথোপকথনে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘অসভ্য’ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনায় বিএনপি নেতাদের তীব্র প্রতিবাদের কয়েক ঘণ্টার মধ্যে সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে সরে যেতে হবে মুরাদকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশ তাকে জানিয়ে দেয়া হয়েছে।

এই নির্দেশের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস নিউজবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রী একজন নারী, ওনার নিজেরও সন্তান আছে। আমাদেরও সন্তান আছে। আমরা রাজনীতি করি, মাঠেঘাটে মার খাই। কিন্তু আমাদের রাজনীতির বলি কেন আমাদের সন্তানরা হবে?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...