বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ জাওয়াদের প্রভাবে সাভার আশুলিয়ায় অবিরাম বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বেরিয়েই বৃষ্টি বিপাকে পোশাক শ্রমিক সহ কর্মমুখী মানুষ।
রবিবার রাত থেকে থেকে টানা বৃষ্টিতে দূর্ভোগ পোহাতে হয় অফিসগামী ও কর্মমুখী পোশাক শ্রমিকদের। কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি, আবার কখনও ভারী বৃষ্টিতে হঠাৎ বেড়েছে শীতের তীব্রতাও।
এর আগে জাওয়াদের প্রভাবে গত ০৪ ডিসেম্বর শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়। সারারাতের বৃষ্টিপাতে সকালে ঘর থেকে বের হয়েই পানিতে ডুবে থাকা রাস্তার সাক্ষাত পায় শ্রমিকেরা।
সাভার আশুলিয়ায় বিভিন্ন সড়কে ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পোশাক শ্রমিকসহ চাকরিজীবী মানুষদের। বৃষ্টির কারণে পরিবহন সঙ্কটও দেখা দিয়েছে। স্বল্প দূরত্বের যাত্রীদের একমাত্র ভরসা রিক্সা-ভ্যান যেন সোনার হরিণ। কিছু সময় পর পর দু-একটি লেগুনা দেখা গেলেও তাতে যাত্রী ধারণের ঠাই মিলছেনা। অতিরিক্ত ভাড়া দাবি করেন রিক্সা চালকেরা।
অনেক পোশাক শ্রমিককে লেগুনার পিছনে বাধ্য হয়েই ঝুলে ঝুলে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে। এরই মধ্যে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায়।
এদিকে সাভার বাসস্ট্যান্ডে ও আশুলিয়ার জামগড়া সহ বিভিন্ন এলাকায় সড়কে বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো ছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোও পানিতে টইটম্বুর।
পোশাক শ্রমিক রেহানা বেগম শ্রমিক আওয়াজকে বলেন, এমন এক এলাকায় বসবাস করি যেখানে শিল্প কারখানা বেশি থাকায় দেশের সব চেয়ে বেশি লোকজন বসবাস করে এখানে। বৃষ্টি হলে রাস্তায় গাড়িও তেমন পাওয়া যায় না। রিক্সা যাও দুই একটা পাওয়া যায় ভাড়া চায় প্রায় দ্বিগুণ।
রিকশাচালক জাহাঙ্গীর মিয়া শ্রমিক আওয়াজকে বলেন, সকাল ৭ টায় বের হয়েছি। বিকেল ৩ টা পর্যন্ত মাত্র ৩০০ টাকা আয় করেছি। এখনও দুপুরের খাবার খাইনি। তার উপর রিকশার গ্যারেজের ভাড়া ও পরিবারের সদাইপাতি করতে হবে। সকালে ও সন্ধ্যায় কিছু প্যাসেঞ্জার পেলেও একটানা বৃষ্টিতে সারাদিন তেমন লোক পাইনি। টানা বৃষ্টিতে ভিজে কতক্ষণ রিক্সা চালানো যায় বলেন।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আল-কামরান বলেন, শ্রমিকদের শত কষ্টেও ঠিকই কাজে ছুটে যেতে হয়। এমন সময়ে পরিবহনের অভাবে কাজে যেতে দেরী হলে সেখানেও লাঞ্চহনার শিকার হতে হয়। শ্রমিকদের কষ্ট বোঝার আসলে কেউই নেই। পেটের তাগিদে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই জীবিকা আহরণ করতে বের হতে হয় তাদের।