• আপডেট টাইম : 06/12/2021 12:00 PM
  • 502 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, আশুলিয়া
  • sramikawaz.com

আশুলিয়ায় ফ্যাশন ডটকম লিমিটেড নামের এক কারখানার রিরুদ্ধে পোষাক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। ৪ ডিসেম্বর শনিবার সকালে ওই শ্রমিক কারখানায় কাজে যোগদান করতে গেলে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিক আকাশ খা খুলনা জেলার বারাসাত গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে।
আহত শ্রমিক আকাশ খা বলেন, আমার ফ্যাক্টুরির শ্রমিকরা একটি ট্রেড ইউনিয়ন গঠন করতে চাই। যেখানে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয় এবং আমি ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরে ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করি। আর এই বিষয় নিয়েই ফ্যাক্টুরির কর্তৃপক্ষ আমার প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং আমাকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে। এজন্য কয়েক দিন আগে আমাকে কারখানা থেকে বের করে দেয়। পরে শ্রম অধিদপ্তরে ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে অভিযোগ দিলে চাকরিতে পুনর্বহাল করে।
সকাল ৮ টায় ডিউটিতে গেলে এডমিন ম্যানেজার আলমগীর ও সিকিউরিটি গার্ডসহ কারখানার পালিত বহিরাগত সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায় এবং আমার গলায় চাপ দিয়ে ধরে জোরপূর্বক রিজাইন লেটারে টিপসই ও সাদা কাগজে স্বাক্ষর রাখে। পরে আমার সহকর্মীরা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে ফ্যাশন ডটকম লি. এর এডমিন ম্যানেজার আলমগীর হোসেন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই শ্রমিক তার পাওয়ানদি বুঝে নিয়ে গেছে এবং কারখানার বাহিরে গিয়ে মিথ্যা অভিযোগ করছে।
এ বিষয়ে স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শাকিল আহমেদ বলেন, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটাকে রক্ষা করার জন্য অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দিয়েছে সরকার। কিন্তু কিছু মালিক চক্র এই অবাধ টেড ইউনিয়নের বাধা দিচ্ছে, সেই সাথে ইউনিয়ন জমা হইলে উক্ত ট্রেড ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেককে চাকরিচ্যুত করে এমনকি মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও নেক্কারজনক এই ঘটনার বিরুদ্ধে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আহত অই শ্রমিককে আইনগত সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...