• আপডেট টাইম : 03/12/2021 02:01 PM
  • 641 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, ঢাকা
  • sramikawaz.com


দৌলতপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসিন আওয়ামী লীগ মনোনিত নৌকা আর বিদ্রোহীদের ডামাডোল, অভিযোগ-পাল্টা অভিযোগ দ্ব›দ্ব সংঘাতে চাপা পড়ে গেছে এক সময়ে প্রতাবশালী জাতীয় পাটি ও জাসদের ফলাফল।


২৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলায় জাতীয় পাটি ১৪ ইউনিয়নের অর্ধেকের বেশি প্রার্থী দিতে পারেনি। ৬টিতে নাঙ্গল মার্কা প্রতীকে প্রার্থী দিলেও ভোট মিলেছে মাত্র ৮৬৬টি। অন্যদিকে জাসদ ১৪ ইউনিয়নের ৮টিতে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে ১২ হাজার ৯৬। চিলমারী ইউনিয়নে প্রার্থী দিয়ে সারা ইউনিয়নে মাত্র ২ ভোট পেয়ে রেকর্ড করেছে এক সময়ের রাষ্ট্রক্ষমতায় থাকা জাতীয় পার্টি।


অন্যদিকে সরকারের সাথে থাকা দৌলতপুরে প্রতাবশালী জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আগের অবস্থাতে না থাকলেও অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে গেছে। জাসদ উপজেলার ১৪ ইউনিয়নে মশাল মার্কা প্রতীকে প্রার্থী দিতে পেরেছে ৮টিতে। ৮ কেন্দ্রে জাসদের প্রার্থী সর্ব মোট ভোট পেয়েছে ১২ হাজার ৯৬টি। এর মধ্যে রামকৃঞ্ণপুর, খলিশাকুন্ডী ও মথুরাপুর ইউনিয়নে প্রতিদ্ব^›দ্বীতাও করতে সমর্থ হয়েছে। আবার দৌলপুর ইউনিয়নে ৪৭ ভোট পাওয়ারও রেকর্ড করেছে দলটি। এক সময়ের জাসদের ঘাটি বলে পরিচিত ফিলিপনগরে প্রার্থী না থাকলেও এখানে বেশ কিছু ভোট রয়েছে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে এ সব ভোট নৌকা ও চশমাতে ভাগাভাগি হয়ে গেছে।


দৌলতপুরে জাতীয় পার্টি ও জাসদ দুটি দলই ভাঙ্গন, পাল্টা ভাঙ্গনে বিপর্যন্ত। পরোক্ষ-প্রত্যাক্ষভাবে দল দুটি সরকারের সাথে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে ভাগ্যের ছিকে ছিড়েনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...