• আপডেট টাইম : 02/12/2021 11:28 PM
  • 410 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‌‘আবারও অনুরোধ করছি, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?’

ঢাকা সিটিতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে সিদ্ধান্ত হয়েছে, বেশকিছু পরিবহন তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মন্ত্রী তার বাসভবনে এসব কথা বলেন।

‘খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।’

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...