• আপডেট টাইম : 02/12/2021 07:09 AM
  • 742 বার পঠিত
  • মঞ্জুল ইসলাম, জামগড়া
  • sramikawaz.com

সুইং আয়রনম্যান আব্দুল্লাহকে মেরে কানে ফাটিয়ে দিলো আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদ রোডে অবস্থিত বানদো ডিজাইন লি. কারখানায় এপিএম (সহকারী প্রডাকশন ম্যানেজার) কামাল হোসেন। অসুস্থ হওয়ার কারণে চাকরিটাও গেলো। অসুস্থ কামাল চাকরি হারিয়ে দিশেহারা।

শ্রমিক আবদুল্লাহ বলেন, ‘ গত ২৯ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকায় প্রতিদিনের মত কাজে কর্মরত ছিলাম। সকাল ১০ ঘটিকায় এপিএম কামাল স্যার এসে আমাকে বলেন, তুমি ১২ নম্বর লাইন থেকে আয়রন নিয়ে আসো। আমি কথামতো আয়রণ নিয়ে আসি। আমাকে বলে পাইপ কোথায়? আমি বলি স্যার পাইপ ছিল না। তখন স্যার উত্তেজিত হয়ে আমাকে লাথি মারে। লাথি আমার গায়ে না লেগে টেবিলে লাগে, স্যারের পায়ে লাগে। তখন স্যার আরো উত্তেজিত হয়ে আমাকে থাপ্পড় মারে। আমার বাম কান আমি স্তব্ধ হয়ে যাই। কোন কিছু বুঝতে না পেরে নিচে বসে পড়ি। তার কিছুক্ষন পরে কানে প্রচন্ড ব্যথা শুরু হলে আমি পিএম স্যারের কাছে যাই। পিএম স্যার বলেন, তুমি বস। আমি বসে থাকি। কিন্তু কোন চিকিৎসা বা কোন ব্যবস্থা নেয়নি। এরপর লান্স টাইম হয়ে গেলে আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পরের দিন ৩০ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকায় অফিসে যাই। এবং এ্যাডমিন নাদিম স্যারের দেখা করে বিষয়টি বলি। স্যার বলেন, বস সবাই আসুক। সকাল ১০টায় স্যার আমাকে গেটপাস দিয়ে ছুটি দিয়ে বলে তুমি নারী শিশু ¯^াস্থ্য কেন্দ্রে যাও। আমি বাইরে আমার ভাইরা ভাইকে নিয়ে মেডিকেলে যাই এবং চিকিৎসা নেই।’


আব্দুল্লাহ বলেন, ‘ঘটনার ১০দিন পর আমি কারখানায় গিয়ে ওয়েলফেয়ার জ্যোতি ম্যাডামের সঙ্গে দেখা করি। মেডাম আমাকে বলেন, তুমি বস, যে তোমাকে মেরেছে তার কাছ থেকে টাকা এনে দিচ্ছি। তখন সে আমাকে ৭,৫০০ টাকা দিয়ে বলে তুমি চিকিৎসা করে আসো। বাকিটা পরে দেখব। এরপর চলে যায় প্রায় তিন মাস। এ সময়ে আমার আমার চাকরিটা চলে গেলো। এর মধ্যে ক্ষতিপূরণ দিলো না। আমার চাকরি নেই। স্ত্রীর চাকরি করেন, একার তার বেতনে আমার দুই সন্তান নিয়ে আমাদের সংসার আর আমার চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছি। আর ডাক্তার বলেছে তিন মাসে কান ভাল না হলে অপারেশন করতে হবে। কোথায় পাব আমি চিকিৎসা টাকা!’


‘যে স্যার আমাকে মারল তার কোন বিচার হলো না। তার চাকরি বহাল আছে। আর সারা জীবনের জন্য বয়রা (শ্রবন প্রতিবন্দী) হয়ে গেলাম।’ অভিযোগ করেন আবদুল্লাহ।


বিষয়টি নিয়ে কারখানার প্রশানিক কর্মকর্তা সাহাবুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি পরিচয় জানার পর মিটিংয়ে আছি বলে ফোন কল কেটে দেন। এরবর আর ফোল কল রিভিস করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...