সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে ছাত্র-ছাত্রীদের সপ্তাহের অধিক সময়ধরে হাফ ভাড়া প্রদানের দাবির যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাস মালিক সমিতির একাত্মতা ও হাফ ভাড়া কার্যকর করার ঘোষণাকে অভিনন্দন জানান।
বিবৃতিতে আরো বলা হয়, হাফ ভাড়া আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র রাজধানী ঢাকার কথা ঘোষণা নতুন করে সারাদেশে বিশৃক্সখলা ডেকে আনবে। আমরা মনে করি সারাদেশে ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এই হাফ ভাড়া প্রদানের ঘোষণা করতে হবে। একই সাথে এই ঘোষণাকে কার্যকর করার ক্ষেত্রে বাসমালিক, চালক ও সহকারী, ছাত্র-ছাত্রীসহ সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। আমরা এই বিষয়ে কতৃপক্ষের শুভবুদ্ধি হওয়ায় স্ব স্তিবোধ করছি।