• আপডেট টাইম : 29/11/2021 04:34 AM
  • 536 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক
  • sramikawaz.com

বিশেষ প্রতিবেদক: খোলার প্রথম দিনই অনির্দিষ্ট কালের জন্য আবারও বন্ধ ঘোষণা করলো মিরপুর-১০ এর ভিশন গার্মেন্টস কারখানা। ২৮ নভেম্বর রোববার ছুটির পর সন্ধ্যায় কারখানার গেটে ছুটির নোটিশ লাগিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ ছুটির কারণ দেখায়, বেআইনি দাবিতে শ্রমিকদের অনড় অবস্থান।

মিরপুর-১০ ও ১৩ নম্বর সেকশনের প্রায় ১০টি কারখানা ৪দিন বন্ধ থাকার পর রোববারই এ সব কারখানাটি খুলেছিল। ওইদিন ভিশন গার্মেন্টস কালখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে মেশিনে বসেই পূর্বের দাবি না মানা পর্যন্ত কাজ শুরু করবে না বলে অবস্থান শুরু করেন। খবর পেয়ে কারখানা ব্যবস্থাপনা পরিচালক কারখানায় এসে শ্রমিকদের সাথে বৈঠকে বসে। বৈঠকে শ্রমিকদের কিছু দাবি মানা হলেও কিছু দাবিতে অনড় থাকার কারণ দেখিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

রোববার রাতে কারখানার গেটে দেখা যায়, নোটিশ টানানো হয়েছে। নোটিশে লেখা ছিল শ্রমিকদের বেআইনি ও অনড় দাবির প্রেক্ষিতে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। বন্ধ কালিন সময়ে জন্য শ্রমিকদের কোন বেতন বা ভাতা দেওয়া হবে না।

পাশেই মিরপুর-১০ এর সেনপাড়াতে অবস্থিত ফোরইউ ক্লদিং কারখানায় ২১ নভেম্বর থেকে চলতে থাকা আন্দোলন ২৩ নভেম্বর আশেপাশের কারখানাতে ছড়িয়ে পড়ে। ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মিরপুর-১০ এর সকল কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ২৮ নভেম্বর এ সব কারখানা খুলে দিলেও ওইদিন রাতে আবারও কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সোমবার সকাল ৭টার মধ্যে সকল স্টাফ-কর্মবকর্তাদের অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। রাতেই কারখানায় শিপমেন্টের জন্য প্রস্তুত থাকা গার্মেন্টও সরিয়ে নেওয়া হয়।     

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...