বিশেষ প্রতিবেদক : মিরপুরের আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আজ ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে এ সব কারখানা চালু হয়।
সরেজমিনে আজ ২৮ নভেম্বর সকালে দেখা যায়, মিরপুর-১০ এর সেনপাড়ায় অবস্থিত আইডিএস গ্রুপের ফোরইউ ক্লদিং নামের যে পোশাক কারখানাটিতে শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আশে-পাশের কারখানা বন্ধ হয়েছিল, ওই ফোরইউ ক্লদিং কারখানাটি সহ সকল কারখানা যথারীতি সকাল ৮টা থেকে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরু হয়েছে পাশেই অবস্থিত ভিশন গার্মেন্টস কারখানা, এমবিএম কারখানা, মুনলাইট কারখানা, লোডস্টার, ড্রিমওয়্যার ও রিসাল কারখানা। তবে ভিশন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েই আগে উপস্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া পূরণের দাবি জানান। কারখানাটির একটি সূত্র জানায়, শ্রমিকরা কারখানায় প্রবেশ করেই ¯^ ¯^ মেশিনে বসেই দাবি জানাতে থাকেন। পরে মালিক এসে দাবি পূরণের আশ^াস দেন। কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক বৈঠক বসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
শ্রমিক সুত্রগুলো জানায়, ২৩ নভেম্বর এমএবিএম কারখানার লোক বলে পরিচিত বাইরের লোকজন শ্রমিকদের মারধর ও হারুন নামে একজন শ্রমিক গুরুতর আহত হওয়ার কারণে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং এরপরই এমবিএম কারখানাতে অফিসের কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র নষ্টের ঘটনা ঘটে, আজ সকালে যথারীতি কারখানাটি চালু হয়। আগের মতই কারখানাটির আশে-পাশে বহিরাগত লোকজনকে সতর্ক অবস্থান নিয়ে অবস্থান করছেন। ফোরইউ ক্লদিং সহ কারখানাগুলোর আশে-পাশে পুলিশ ভ্যানও টহল দিতে দেখা গেছে।
উল্লেখ্য, ২১ নভেম্বর ফোরইউ ক্লদিং কারখানার শ্রমিকরা মালিকের সাথে দেখা করা সহ ১৯ দফা দাবিতে কারখানার বাইরে আন্দোলনের কর্মসূচি শুরু করেন। ২৩ নভেম্বর পর্যন্ত দাবি না মানলে শ্রমিকরা আশেপাশের কারখানার শ্রমিকদের আন্দোলনে শরীক হওয়ার জন্য বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষোপ করেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, এ সময় এমবিএম কারখানার লোকজন যারা বাইরের থেকে আসা-এ সব লোকজন লাঠি-সোটা দিয়ে মারধর করে কারখানা এলাকা থেকে শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় রিসল গার্মেন্টস কারখানার আইরনম্যান হারুন নামে একজন শ্রমিককে লাঠিপেটা করে গুরুতর আহত করে। এরপর সকল কারখানার শ্রমিকরা বের হয়ে বিক্ষোভ শুরু করেন। ফোরইউ ক্লদিং কারখানার শ্রমিকদের দাবি চাপা পড়ে যায়, শুরু হয় মজুরি বৃদ্ধিরর জন্য বিক্ষোভ। এ সময় কারখানার বাইরে মিরপুর-কাফরুল সড়কে অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা বাসায় ফিরে যান। এরপরই বুধবার ২৪ নভেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য এ সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এ সময় কিছু শ্রমিককে গ্রেফতারের ঘটনা।
শনিবার ২৭ নভেম্বর কারখানা চালু হলে আবারও শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান। এ অবস্থায় আবারও কারখানা বন্ধ ঘোষণা করে মালিকরা। ইতোমধ্যে ফোরইউ ক্লদিং কারখানার কর্তৃপক্ষ ঘোষণা করেন গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্যে কোন শ্রমিক যদি ক্লদিং কারখানার থাকে তাকে কারখানা কর্তৃপক্ষ ছাড়িয়ে আনবেন।
২৮ নভেশ^র রোববার সকাল ৮টা থেকে এ সব কারখানায় উৎপাদন শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।