• আপডেট টাইম : 27/11/2021 09:11 AM
  • 609 বার পঠিত
ছবিটি ২৩ নভেম্বর মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভ ছবি
  • বিশেষ প্রতিবেদক, ঢাকা
  • sramikawaz.com


মিরপুরের গার্মেন্টস কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করেননি। শ্রমিকরা কারখানার সামনে এসেই গ্রেফতার শ্রমিকদের মুক্তি ও বাসায় পুলিশের তল্লাসির প্রতিবাদ জানান। এরপর আশেপাশের সকল কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বুধবার অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর আজ শনিবার এ সব কারখানা খুলে দেয়ার পরই এ ঘটনা ঘটলো। 

শনিবার সকালে শ্রমি আজিনুর বলেন, আমাদের শ্রমিক ভাইদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। বাসায় বাসায় পুলিশ যাচ্ছে, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় আমরা কাজ করবো না। আগে গ্রেফতারকৃত শ্রমিকদের মুতিক্ত দিন, পুলিশের ভয় দেখানো বন্ধ হোক তারপর আমরা কারখানায় কাজ করবো।


২৩ নভেম্বর শ্রমিকদের আন্দোলনের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় এমবিএম কারখানা। ওইদিন কারখানাটি অফিসে রক্ষিত কম্পিউটার ভেঙ্গে দেয় বহিরাগত লোকজন। কারখানাটি শ্রমিকদের বেশি সুযোগ সুবিধা দেয় বলে জানান ওই কারখানার একজন শ্রমিক। অথচ কারখানাটি বেশি ক্ষতিগ্রস্থ করে বহিরাগত মাস্তাননরা। তিনি জানান, কারখানা ফুটেজে দেখা গেছে হামলাকারীরা বাইরের লোকজন। 

কারনানাটির একাধিক শ্রমিক জানান, আশে-পাশের কারখানা পরিস্থিতি পর্যবেক্ষন করে তাদের কারখানাটি আজ সকাল ১০টার খোলার কথা ছিল। আশেপাশের শ্রমিকরা এসে আন্দোলন শুরু করলে এমবিএম কারখানা আজও বন্ধ ঘোষণা করে। ভিশন, সারস ও আন্দোলনের মূল স্থল আইডিএস গ্রুপের ফোরইউ কারখানার শ্রমিকরা কারখানার সামনে এসে গ্রেফতার শ্রমিকদের মুক্তি ও গ্রেফতার বন্ধের মুক্তির দাবি জানাতে থাকলে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ, ২১ নভেম্বর মিরপুরে-১০ এর সেনপাড়াতে অবস্থিত ফোরইউ কারখানার শ্রমিকরা মালিকের সঙ্গে দেখা করা, প্রশাসনিক ম্যানেজার সহ কয়েকজন কর্মকর্তার খারাপ ব্যবহার বন্ধ ও বহিস্কার, হাজিরা বোনাস, মাতৃকালিন ছুটি প্রদান সহ ১৯ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। কর্মবিতরতির তৃতীয় দিন ২৩ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত দাবি না মানলে শ্রমিকরা আশেপাশের শ্রমিকদের কারখানার বাইরে বের্ করে আনার চেষ্টা করেন। শ্রমিকদের অভিযোগ এমবিএম-এর কারখানার সাথে যুক্ত ঝুট ব্যবসায়ীরা শ্রমিকদের উপর হামলা চালিয়ে বের কের দেওয়ার চেষ্টা করে। এ সময় সারস নামে কারখানার শ্রমিকরা বাসায় যাওয়ার পখে মাস্তানের লাঠিতে আঘাতে গুরুতর আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় এমবিএম কারখানায় ভাংচুরের ঘটনা ঘটে। এ আন্দোলন ছড়িয়ে পড়ে মিরপুরে-১০ থেকে ১৪ পর্যন্ত। একই সময়ে মিরপুর-১০ এ ছাত্রদের হাফ বেতনের দাবিতে আন্দোলন চলমান ছিল। এ সময় পুলিশের বক্সেও ভাংচুরের ঘটনা ঘটে।

কারখানায় ভাংচুরের অভিযোগে বেশ কয়েকজন শ্রমিককে গ্রেফতার করা হয়। শ্রমিকদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার ফোনে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বেশ কয়েকজন শ্রমিক জানান, চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছেন। পরে ওই একই শ্রমিকের বন্ধুর মাধ্যমে কথা বললে একই শ্রমিক জানান, পুলিশ ধরার জন্য বাসায় খুঁজছে এ জন্য গ্রামে চলে গেছি বলে জানাচ্ছি। শনিবার কারখানায় পুলিশ না থাকলে আর গ্রেফতার না করার নিশ্চয়তা দিলে কারখানায় যাবো। তবে শুনছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরও ছেড়ে দেয়া দরকার।

গ্রেফতার আতঙ্কে থেকে আবার শ্রমিকদের মধ্যে উত্তেজনা শুরু হলে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ভিশনের একাধিক কারখানার শ্রমিক জানা পুলিশ গ্রেফতার করবে না-এ নিশ্চয়তা দেবে কে ?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...