• আপডেট টাইম : 26/11/2021 06:59 PM
  • 614 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, ঢাকা
  • sramikawaz.com

গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ সহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন।

২৬ নভেম্বর ২০২১ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন এর উদ্যোগে এক এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি মিছিল পল্টন, জিপিও মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার‌্যকরী সভাপতি শামীম ইমাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বিপ্লবী ছাত্র মৈত্রী’র সভাপতি ইকবাল কবীর, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান অপু, মিরপুর শিল্পাঞ্চল কমিটির সভাপতি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মনির হোসেন।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ওএসকে গার্মেন্টস এণ্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য বিধান দাস।

শ্রমিক ছাঁটাই নির্যাতন ও হয়রানি বন্ধ, জীবনযাপন ব্যয়ের সাথে সঙ্গতি রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি রোধ, কর্মস্থলের শ্রমিকদের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা প্রণয়নসহ ৫দফা দাবিতে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...