• আপডেট টাইম : 15/11/2021 02:30 AM
  • 541 বার পঠিত
  • মো. কামরুজ্জামান, আশুলিয়া
  • sramikawaz.com

 

ঢাকার ধামরাইয়ে হামজা ব্রাদার্স নামে একটি শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নাই।

১৪ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকার ধামরাই ফায়ার সার্ভিসের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পোশাক শ্রমিকবাহী হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিলো। বাসটি কসমস এলাকায় পৌছলে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, আমরা পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়-ক্ষতির পরিমান পরে জানানো হবে। এ ঘটনায় দ্রুত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...