• আপডেট টাইম : 01/11/2021 08:42 PM
  • 542 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বেস্ট অ্যাপারেলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সদস্যদের হয়রানি, চাকরিচ্যুতি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

সোমবার ০১ নভেম্বর বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি সৈয়দ আব্দুল জলিল বলেন, মামলা ও হয়রানি করে শ্রমিকদের দাবিয়ে রাখা যায় না। আপনারা (মালিক) শ্রমিকদের শোষণ করছেন। যাদের ছাঁটাই করা হয়েছে তাদের বহাল করুন। নয়তো কঠোর আন্দোলনে যাবো আমরা।

তিনি বলেন, শ্রমিকদের নামে মামলা করা হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। এসব বন্ধ করুন। সামনে আর কাউকে গ্রেফতার করলে আন্দোলন করবো।মানববন্ধনে সংগঠনটির সদস্য ওয়াহিদুজ্জামান, সেলিম মাহমুদ, রিপন মাহমুদ, রোকসানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...