• আপডেট টাইম : 24/10/2021 05:53 PM
  • 519 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 


আর মাত্র কয়েক ঘন্টা। কি্রেকট বিশ্বের সবচেয়ে বড় ও স্নায়ুচাপ ম্যাচের মাঠে গড়াবে। একে তো ভারত-পাকিস্তান দ্বৈরথ, তার ওপর বিশ্বকাপ মঞ্চ। দুটো মিলে উত্তেজনার পারদ চরমে।

তাছাড়া বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের এখনবধি ক্রিকেটের এই বড় মঞ্চে ভারতের বিপক্ষে কোনো সাফল্য নেই।

৬ বারের মুখোমুখি দেখায় ৫ বারই জিতেছে ভারত। একটি ড্র হয়েছে। সঙ্গত কারণেই রোববারের ম্যাচটি বাবর আজমদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।

বিষয়টিকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরেই দুই দেশের সমর্থকরা বিষবাক্যের বাণে একে অপরকে জর্জরিত করছেন। ‘মওকা মওকা’ শব্দে বিভোর ভারতীয়রা।

এদিকে ম্যাচের ২৪ ঘণ্টারও বেশি সময় আগে ১২ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পাকিস্তান।

শনিবার দুপুরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিল, ভারতের বিপক্ষে ম্যাচে কারা থাকছেন একাদশের বিবেচনায়।

তালিকায় আছেন পাক দলের দুই অভিজ্ঞ তারকা মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। তবে স্থান হয়নি দলটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিমকেও রাখা হয়নি একাদশে।

বাবর আজমের নেতৃত্বে অবধারিতভাবেই স্কোয়াডে থাকছেন ব্যাটার ফখর জামান, হায়দার আলী, পেসার শাহীন শাহ আফ্রিদি এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...