• আপডেট টাইম : 15/10/2021 05:51 PM
  • 520 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, ফতুল্লা
  • sramikawaz.com

 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ফতুল্লা থানা শাখার ২য় কাউন্সিল ১৫ অক্টোবর সকালে ফতুল্লার রসুলপুরে দলের কুতুবপুর ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাসদ ফতুল্লা থানার সমš^য়ক এম এ মিল্টনের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা ফোরামের সদস্য গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারাযণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ কুতুবপুর ইউনিয়নের আহŸায়ক এস এম কাদির, ফতুল্লা ইউনিয়নের সদস্যসচিব সাইফুল ইসলাম শরীফ প্রমূখ।
কাউন্সিলে এম এ মিল্টনকে আহŸায়ক ও এস.এম কাদিরকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট থানা কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিপ্লব আহম্মেদ মিঠু, সাইফুল ইসলাম শরীফ, আব্দুল খালেক, জামাল হোসেন, হাসনাত কবীর, নূর হোসেন সর্দার, খোরশেদ আলম, মোফাজ্জল হোসেন, মেহেদী হাসান, শফিকুল ইসলাম শিমূল, কামাল হোসেন, মিজানুর রহমান, গোলাম রব্বানী। কাউন্সিল শেষে একটি মিছিল কুতুবপুরে প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...