• আপডেট টাইম : 12/10/2021 05:38 PM
  • 721 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির ৩ শীর্ষ কর্মকর্তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার শ্রম আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মো. মনজুরুল ইমাম এ আদেশ দিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস ও প্রতিষ্ঠানটির ৩ শীর্ষ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. জামাল উদ্দিন দ্য এ তথ্য জানিয়েছেন।

অপর ৩ অভিযুক্ত হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও পরিচালক মোহাম্মদ শাহজাহান।


গত ৯ সেপ্টেম্বর কারখানা পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (জেনারেল) এসএম আরিফুজ্জামান মামলাটি করেন।

মামলা গ্রহণ করে অভিযুক্ত ৪ জনকে ১২ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।

মামলার নথিতে বলা হয়েছে, গত ১৬ আগস্ট রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকমের কার্যালয় পরিদর্শন করে কারখানা পরিদর্শন বিভাগের পরিদর্শকরা শ্রম আইন লঙ্ঘনের ঘটনা দেখতে পান।
সুত্র .ডেইলি স্টার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...