• আপডেট টাইম : 09/09/2021 09:36 AM
  • 630 বার পঠিত
  • প্রেস রিলিজ
  • sramikawaz.com

 

 

সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার্স অফিস, রংপুরের “বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা” বুধবার রংপুরের আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর।
সভায় সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার্স অফিস, রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ রশিদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চলমান কোভিড-১৯ মহামারির মাঝেও রংপুর অঞ্চলের ২০২০ সালের সার্বিক ব্যবসায়িক অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে। তিনি ২০২১ সালের র্ধাযকৃত ব্যবসায়িক বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
‘দৃপ্ত শপথ মুজিব বর্ষে, আমরা থাকবো সবার শীর্ষে,” এই শীর্ষ স্থান ধরে রাখার প্রত্যয়ে তিনি ব্যাংকের সকল কর্মকমর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের আহŸান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...