• আপডেট টাইম : 02/09/2021 07:24 PM
  • 499 বার পঠিত
মৃত দুই শ্রমিক ও সেফটিক ট্যাংকি।
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় নব নির্মিত সেফটিক ট্যাংকিতে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মৃতরা হলেন, পার্শ্ববর্তী আব্দালপুর গ্রামের হামিদ মন্ডলের ছেলে আব্দুল হান্নান (৩২) ও একই গ্রামের পবন জোয়ার্দারের ছেলে শাকিল আহমেদ (২২)।
স্থানীয়রা জানান, বহস্পতিবার বেলা ১১টার দিকে হরিনারায়ণপুর গ্রামের বক্কর শাহের বাড়ির নব নির্মিত সেফটিক ট্যাংকির সাটারিং অপসারণের কাজে যান দুই নির্মাণ শ্রমিক। প্রথমে শাকিল আহমেদ ওই ট্রাংকির ভিতরে প্রবেশ করেন। বেশ কিছুটা সময় পার হয়ে গেলেও শাকিল উপরে ওঠে না আসায় আব্দুল হান্নানও ট্যাংকির ভিতরে নামেন। অনেকটা সময় গড়ানোর পর দু’জনের কেউ ওপরে উঠে না আসায় বাড়ি মালিক বক্কর শাহ চিন্তায় পড়ে যান। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় ট্যাংকি থেকে দুই নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন জানান, সেফটিক ট্যাংকির বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...