• আপডেট টাইম : 12/08/2021 04:34 PM
  • 978 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে জি কুংওয়েন নামে এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতর একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল (বুধবার) থেকে তিনি নিখোঁজ ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।

তিনি বলেন, ‘সকালে বিদ্যুৎকেন্দ্রের ভেতর একটি পুকুর থেকে নিখোঁজ চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সুত্র ,জাগো নিউজ

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...