টঙ্গীর নিশাতনগরের ভাদামের বন্ধ ঘোষিত ক্রসলাইন ফ্যাক্টরী প্রাইভেট লিমিটেড ও ক্রসলাইন নীট ফেবরিকস লিমিটেড খোলা সিদ্ধান্ত হয়েছে। ৯ আগস্ট কারখানা দুটির নিটিং ও ডায়িং এবং ১০ আগস্ট কারখানার পুরোপুরি খোলা হবে।
৮ আগস্ট নীট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানি কারক প্রতিষ্ঠান বিকেএমইএ-এর ঢাকা অফিসে ত্রি-পক্ষীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র শ্রমিক আওয়াজকে এ তথ্য জানায়।
ছাঁটাই নিয়ে শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের জের ধরে কারখানাটি ৫ আগস্ট বন্ধ ঘোষণা করে। ওইদিন আরেক দফা বিক্ষোভ ও পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাসের নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে কারখানা দুটি বন্ধ ছিল।
রোববার বিকেএমইএ-এ অনুষ্ঠিত বৈঠকের অন্যান্য সিদ্ধান্তগুলো হলো, যে ১৪৬ শ্রমিককে সাময়িক বরখাস্ত ও কারন দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে তদন্তকালিন সময়ে তারা সবাই কাজের বাইরে থাকবেন। এবং এই সময়ে শ্রম আইন-২০০৬ অনুযায়ী পাওনাদি পাবেন।
তদন্তে যারা দোষী সাবস্ত হবেন তাদের স্থায়ীভাবে বরখস্ত করা হবে। এবং শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধ করা হবে। নির্দোষ প্রমানিত হলে সরাসরি কাজে যোগদান করবেন।
শ্রমিক ও কারখানার ব্যবস্থাপনার সাথে যুক্ত সবাই শ্রম আইন ২০০৬ মেনে কার্যাবলী পরিচালনা করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, কারখানার মালিক কাজী সিরাজুল ইসলাম, বিকেএমইএ-এর প্রথম সহসভাপতি মো. হাতেম, বিকেএমইএ-এর পরিচালক ফজলে এহসান শামীম, জিএমপি সাউথের ডিসি মোহাম্মদ ইলতুৎ মিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী, শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন, গাজীপুরের ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
কারখানার প্রতিনিধি কমিটির যে সব সদস্য উপস্থিত ছিলেন তারা হলেন- শরিফুল ইসলাম, বিল্লাল মিয়া, লিটন, মিজ শিল্পী, সুলতান, রিক্তা, শাখাওয়াত, মাসুম হোসেন, ফেরদুস হোসেন, হৃদয় হোসেন, মঞ্জু, বাদশা মিয়া, আল আমিন, কাজী নাসিমুল গনি, আতিক হাসান, মো. রাশেদ, আল ইসলাস, সামসুল হক, আলমগীর, ওসমান গনি, সাহেব আলী শেখ, জিল্লুর রহমান, মোছা. আদুরী, পপি আক্তার প্রমুখ।