• আপডেট টাইম : 07/08/2021 12:27 AM
  • 445 বার পঠিত
প্রতীকি ছবি
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর বেইলি রোডে ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) বাংলোর দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

আজ ৬ আগস্ট শুক্রবার পুলিশ সুপারের বাংলোতে দায়িত্ব পালনের সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদার একটি ইংরেজি দৈনিকের বাংলা অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, 'প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি বাংলোর ফটকের দায়িত্বে ছিলেন। সে সময় তার অস্ত্রে একটাই গুলি লোড করা ছিল।'

'তবে, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে,' যোগ করেন তিনি।

সূত্র জানায়, নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে মেহেদী হাসান (২২) নামে ওই পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হন। এরপর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৫টার দিকে মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসানকে হাসপাতালে নিয়ে যান রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম।

তিনি বলেন, 'খবর পেয়ে বিকেল ৪টার দিকে বেইলি রোডে ঢাকা জেলার এসপির বাংলো থেকে পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

এসআই আব্দুস ছালাম আরও জানান, তার থুতনিতে গুলিবিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে নিজের সঙ্গে থাকা সরকারি অস্ত্র দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। তবে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মেহেদী হাসানের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলের আনেহেলা গ্রামে। তিনি ঢাকা জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং মিলব্যারাকে থাকতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...