• আপডেট টাইম : 24/07/2021 07:05 PM
  • 1371 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

 

গাজীপুরের টঙ্গীতে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় এ ওয়ান পলিমার লিমিটেড নামে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৪ জুলাই শনিবার দুপুরে টঙ্গীর টিঅন্অ‌্যান্ডটি বাজার এলাকায় জেলা প্রশাসকের নির্বাহী মাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি ওই অভিযান পরিচালনা করেন।


মাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, ‘বিধিনিষেধ অমান্য করে খোলা রাখায় তাৎক্ষণিক ওই কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় কারখানারকে ৭০ হাজার টাকা জরিমানা করে কর্মরত শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা চালালেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...