• আপডেট টাইম : 18/07/2021 05:17 PM
  • 492 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com
ন্যাশনাল কেমিকেল কারখানার ক্ষুধার্ত শ্রমিকদের উপর লাঠি চার্জ করেছে পুলিশ। লাঠিচার্জে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জিয়াউল কবীর, কারখানার শ্রমিক রফিকুল ইসলাম সহ ৯জন আহত হয়েছে। আহত অন্য শ্রমিকরা হলেন, মোবারক হোসেন, শুকুর আলী, সাইদুল হক, মো. রাসেল, আব্দুল্লাহ, মাহাফুজুল হক ও জালাল হাওলাদার।


গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা ও পুলিশের লাঠি চার্জে আহত জালাল হাওলাদার জানান, ন্যাশনাল কেমিকেল কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন, কারখানা খুলে দেওয়া ও প্রস্তাবিত ইউনিয়নের সভাপতি সহ ছাটাইকৃত শ্রমিক নেতাদের পুন:নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সব শ্রমিক কারখানার গেটে লংগরখানা খুলে অবস্থান করছিল।

রোববার সকালে তারা সেখানে থেকেই মিছিল বের করে। এ সময় পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

আহতদের মধ্যে কারখানার শ্রমিক রফিকের অবস্থা গুরুত্বতর। তাকে টঙ্গী হাসপাতাল থেকে গাজীপুর নেওয়া হয়েছে।

শ্রমিকরা জানান, কেমিকেল কারখানার সমস্যা সমাধানে প্রশাসন ও কল-কারখানা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা কয়েকদফা উদ্যোগ নেন। সর্বশেষ গাছা থানাতে গত ১৭ জুলাই শনিবার বৈঠক বসে। বৈঠকে লে-আপ ঘোষিত কারখানার শ্রমিকদের পাওনা হিসাবে ৪৫ দিনের বেসিকের ৫০ ভাগ করে বেতন দিতে সম্মত হয়। কারখানা লে-আপ ঘোষণা করা হয়নি, এধরণের কোন ঘোষণাও দেওয়া হয়নি। তাই ৭১ দিনের বেতন ও ইদ বোনাসের দাবিতে শ্রমিকরা অনড় থাকে। শ্রমিকের দাবি পক্ষে অফিসের বিভিন্ন কাগজ-পত্রও উপস্থাপন করে।

পুলিশের দাবি, শ্রমিকদের লে-অপ হিসাবে তাদের পাওনার মিটানোর উদ্যেঅ নেওয়া হয়েছে। তারা নেয়নি। ইদে মানুষ ঘরমুখি। সড়কে প্রচুর যানবাহন এ অবস্থায় মিছিল করে রাস্তায় জ্যাম সৃষ্টি করার কারণে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শ্রমিকদের অভিযোগ আইনি পাওনা পাওয়ার জন্য আমরা কারখানার গেটে অবস্থান করছিলাম। শ্রমিকের পেটে ভাত নেই। বাসাভাড়া দেওয়ার টাকা নেই। ইদে বাড়ি যাবো তাও যেতে পারছি না। আমরা পরিবার পরিজন নিয়ে কি করবো? 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে শ্রমিকরা এগিয়ে আসছে। পুলিশ প্রথমে মিছিলের সম্মুখ ভাগের ব্যানারের উপর লাঠির আঘাত করে। তারপর মিছিলের সামনে থাকা জিয়াউল কবীর খোকন সহ অন্যদের উপর লাঠি চার্জ করে। এরপর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...