চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার সুবেদার শিপইয়ার্ডে কাজ করার সময় লোহার রডের আঘাতে মফিজ মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৪ জুলাই বুধবার তিনি আঘাত পান। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ জুলাই দুপুরে
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মফিজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বালাকোট গ্রামের মৃত মোতাহের মিয়ার ছেলে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, মফিজ মিয়া ভাটিয়ারি জিরি সুবেদার শিপ ইয়ার্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ করার সময় তিনি লোহার রডের আঘাতে গুরুতর আহত হন। এরপর সহকর্মীরা তাকে প্রথমে বেসরকারি সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরে অবস্থার অবনতি হলে দুপুর একটার দিকে তাকে এখানে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই শীলব্রত বড়ুয়া।