• আপডেট টাইম : 25/06/2021 04:57 PM
  • 496 বার পঠিত
  • জালাল হাওলাদার
  • sramikawaz.com

তিন মাসের বকেয় বেতন প্রদান ও কারখানা খুলে দেওয়ার দাবিতে তিনদিন ধরে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুর জেলার বোর্ড বাজারের বড়বাড়ী এলাকায় অবস্থিত ন্যাশনাল কেমিকেল কারখানার শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানান, ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোম্পানিটি এখানে ৩২ বছর ধরে চলছে। এই দীর্ঘ সময় মালিক শ্রমিকদের আইডি কার্ড ও নিয়োগ পত্র দিতো না। শ্রম আইন মানে না। ৯ মাস যাবৎ দাবি-দাওয়া জানানোর পর মালিক পক্ষ আইডি কার্ড দিয়েছে। কিন্তু শ্রম আইন মানেনা।

শ্রমিকরা জানান, সর্বশেষ ২০১৮সালের কেমিক্যাল শ্রমিদের বেতন গেজেটে উল্লেখিত ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু দাবি প্রতি কর্ণপাত করছিল না। কারখানাটি শ্রমিকদেরকে ৫ হাজার ৬ শত টাকা বেতন দেয়। আট হাজার টাকা বেতন দাবিতে কর্মসূচি দেওয়ার এপ্রিল মাসের মাঝামাঝিতে কোন ঘোষণা ছাড়াই মালিক পক্ষ কারখানাটি বে-আইনি ভাবে বন্ধ করে দেয়। শ্রমিকদের তিন মাস ধরে বেতন দিচ্ছে না। তিনদিন ধরে কারখানার সকল শ্রমিক কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ইতোমধ্যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেছে।

শ্রমিকরা জানান বকেয়া বেতন প্রদান ও কারখানা খুলে না দেওয়া পর্যন্ত কারখানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...