• আপডেট টাইম : 23/06/2021 04:23 PM
  • 1012 বার পঠিত
  • মো. কামরুজ্জামান, আশুলিয়া
  • sramikawaz.com

শিল্পঞ্চল আশুলিয়া অবস্থিত এ্যাপেক্স হোসাইন লি. নামে একটি কারখানায় একদিন অনুপস্থিত থাকায় মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটছে।

জানা যায় মো. বিল্লাল হোসেন দীর্ঘ ৫ বছর যাবৎ চাকরী করেন এ্যাপেক্স হোসাইন লিঃ গত একবছরের ভিতর একদিন অনুপস্থিত থাকায় পরের দিন কারখানায় গেলে সুপার ভাইজার ও ইনর্চাজ মারধর করে রিজাইন দিয়ে চলে যেতে বলা হয়।

বিল্লাল হোসেন শ্রমিক আওয়াজকে বলেন, আমি পাঁচ বছর ধরে এই কারখানায় কাজ আসছি । এক বছরের ভেতর একদিন অনুপস্থিত করি। পরের দিন কারখানায় গেলে সুপার ভাইজার রিপন ও ফ্লোর ইনর্চাজ রাহিদ আমাকে মারধর করে, রিজাইন দিতে বলে। পরে আমি রিজাইন না দিয়ে চলে আসি। পরের দিন কারখানায় প্রবেশ করতে চাইলে আমাকে সিকিউটি গার্ড কারখানায় প্রবেশ করতে বাধা দেয়। আমি সুপার ভাইজার (রিপন) কে ফোন করলে আমার চাকরি নেই বলে জানায়।

এ বিষয় কারখানার এডমিন ম্যানেজার মো. মুছার সঙ্গে ফোনে কথা বললে তিনি শ্রমিক আওয়াজকে বলেন, মোবাইল ফোনে আপনাকে এ বিষয়ে কিছু বলতে পারবো না। আপনি শ্রমিককে নিয়ে কারখানায় আসেন তারপর কথা বলবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...