• আপডেট টাইম : 21/06/2021 11:42 PM
  • 1115 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

অন্যায়ভাবে গ্রামীণ ফোনের ১৬৯ কর্মীকে ছাটাইয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন। আজ এক প্রতিবাদলিপিতে গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, করোনার মধ্যে যেখানে শ্রমিক-কর্মচারীদের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে নিয়োগকর্তারা যখন কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করছে। সেখানে গ্রামীন ফোন কোম্পানির একটি বিভাগের কাজ ভিন্ন প্রতিষ্ঠানে কাছে সাব-কন্ট্রাক্ট দিয়ে নিজ কর্মচারিকে ছাটাইয়ের মত অমানবিক ও বেআইনি পদক্ষেপ নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যদি এ আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে আমরা সর্বোচ্চ আইনানুগ পদক্ষেপ ও দেশে-বিদেশে ট্রেড ইউনিয়ন কর্মীদের সমন্বয়ে এই অন্যায় ছাটাইয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, বিগত কয়েক মাস ধরে বিভাগ পুনর্গঠনের নাম করে প্রায় ১৬৭ জন শ্রমিকের কাজ বন্ধ করে রাখার কারণে গ্রামীণফোন কর্তৃপ¶ের সাথে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের প্রতিনিধি দল আলোচনা করছিল সমস্যার সমাধানে। বর্তমানে গ্রামীনফোনে একমাত্র ইউনিয়ন হিসাবে গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (জিপিইইউ) সিবিএ ১৬৭ জন এমপ্লয়ীদের কাজে ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলো। গ্রামীনফোন কর্তৃপ¶ মাসের পর মাস এই নিয়ে গড়িমসি করে যাচ্ছিলো এবং কাজ বন্ধ করে রাখা এই ১৬৭ জনের বিষয়ে কোনো সঠিক সমাধান দিচ্ছিলো না। অতঃপর গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন বিষয়টির একটি সুষ্ঠূ সমাধান কল্পে আইনের দ্বারস্থ হয়। বর্তমানে বিষয়টি মহামান্য হাইকোর্ট এ বিচারাধীন। অথচ এই বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় মহামান্য আদালতের প্রতি বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে গ্রামীনফোন কর্তৃপ¶ গতকাল বিকাল ৫ টা নাগাদ এক ইমেইল এর মাধ্যমে ১৫৯ জন কর্মীকে সম্পূর্ণ বেআইনি ভাবে চাকরি হতে ছাটাই করে।

এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এই ধরণের বেআইনি ছাটাই ১৫৯জন কর্মী এবং গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন কোনো ভাবেই মেনে নেবে না। গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অনতিবিলম্বের এই ১৫৯ জন কর্মীকে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছে।

গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক এর নেতৃত্বে গ্রামীণফোন এর সর্বস্তরের কর্মীরা অনলাইন মাধ্যমে একটি বিশাল প্রতিবাদ সভা আয়োজন করে। উক্ত প্রতিবাদ সভায় গ্রামীনফোন এর সর্বস্তরের কর্মীরা যোগদান করার মাধ্যমে গ্রামীনফোন কর্তৃক এই জঘন্য কাজের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়। উক্ত প্রতিবাদ সভা থেকে অনতিবিলম্বের এই ১৫৯ জন কর্মীকে তাদের চাকরিতে পুনর্বহালের ডাক দেয়া হয়। যদি গ্রামীনফোন কর্তৃপ¶ অনতিবিলম্বের ১৫৯ জন কর্মীকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি নিয়ে টালবাহানা করে তাহলে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন তার সর্বোচ্চ শক্তি দিয়ে আইনানুগ ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ের সকল ট্রেড ইউনিয়ন, মিডিয়া ও সমমনা বিভিন্ন প¶ের সহযোগিতায় এই অন্যায়ের প্রতিবাদ ও কঠোর কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এই ১৫৯ জন কর্মীকে তাদের চাকরিতে পুনর্বহাল করতে গ্রামীনফোন কর্তৃপ¶কে বাধ্য করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...