• আপডেট টাইম : 25/05/2021 03:25 AM
  • 742 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব বরেণ্য বাউল শিল্পি ওস্তাদ শফি মন্ডলের বাড়িতে ভক্ত সংগ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে রোববার রাতে উপজেলার হোসেনাবাদ এলাকার নিজ বাড়িতে ওস্তাদ শফি মন্ডল তাঁর ভক্তদের নিয়ে করোনা ¯^াস্থ্যবিধি মেনে এ ভক্ত সংগের আয়োজন করেন।

সাধু রীতি অনুযায়ী সন্ধ্যায় মুড়ি-চা পর্বের পর রাত ৯টায় ভক্তদের নিয়ে বিশ্ব বরেণ্য ও খ্যাতিমান বাউল শিল্পি ওস্তাদ শফি মন্ডল সহ ভক্তবৃন্দ সাঁইজির বাণী পরিবেশন শুরু করেন। ভক্তদের অনুরোধে প্রথমে ওস্তাদ শফি মন্ডল লালন সাঁইজির বাণী পরিবেশন করেন। এরপর আরেকজন দেশ বরেণ্য খ্যাতিমান শিল্পি দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সরকার আমিরুল ইসলাম সাঁইজির বাণী পরিবেশন করেন। পর্যায়ক্রমে ওস্তাদ শফি মন্ডলের দুই কন্যা কৃতি সংগীত শিল্পি ফারজানা ববি লিনা মন্ডল ও টিনা মন্ডল ভাব সংগীত পরিবেশন করেন।

এছাড়াও ভাব সংগীতে মত্ত হোন কৃতি বাউল সংগীত শিল্পি সাহাবুল ইসলাম, মেঘলা আকাশ, শশী ও শরিফ ক্ষ্যাপা সহ ওস্তাদ শফি মন্ডলের ভক্তবৃন্দ। ভক্ত সংগে ওস্তাদ শফি মন্ডলের ভক্তবৃন্দ ছাড়াও দৌলতপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...