• আপডেট টাইম : 03/05/2021 03:49 AM
  • 833 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, আশুলিয়া থেকে
  • sramikawaz.com

বিশ্বের কোটি মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার মহান মে দিবস। আর সেই মে দিবসেই ঝরে গেল একজন নির্মাণ শ্রমিকের তাজা প্রান। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ১ নং ওয়ার্ডে জিরানী বাজার এলাকায় হামিম গ্রুপের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিক বিসমিল্লাহ নামে শ্রমিক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের নিয়াগ করা শ্রমিক। নিহত শ্রমিকের নাম মো. সেলিম (৩০)। তার পিতার নাম মোঃ আবুবকর। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিশপুখর গ্রামে।

জানা গেছে, সেলিম সহ কয়েকজন শ্রমিক হামিম গ্রুপের ওই ভেবনে কাজ করছিলেন। হঠাৎ করেই ভবন ধসে সেলিম চাপা পড়েন। এরপর সেলিমকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজে) স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদা বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই এবং হাসপাতালে যেয়ে জানতে পারি উক্ত ব্যক্তি মারা গেছে। কাশিমপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মাইকেল বনিক জানান, দুপক্ষের আপোষ মিমাংশার ভিত্তিতে লাশটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...