• আপডেট টাইম : 02/05/2021 07:28 AM
  • 544 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com


 শ্রমিক দিবসেও থেমে নেই কিছু শ্রমিকের কাজ। আর এ দিবসটিতে কাজ করতে এসে লাশ হলেন রিয়াজ হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক। তিনি একটি নির্মানাধীন ভবনে কাজ করছিলেন।

১ মে শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিমের নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত রিয়াজ হোসেন একই এলাকার মোনতাজ উদ্দিনের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল থেকে ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিম নামের এক ব্যক্তির একতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রিয়াজ। গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাড়িওয়ালাসহ কাজের ঠিকাদার পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...