• আপডেট টাইম : 13/04/2021 11:08 PM
  • 407 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংক খোলার রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার। এ ব্যাপারে আজ একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে। এর আগে গত কাল বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ৭ এপ্রিল থেকে এক সপ্তাহ ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। নতুন ঘোষণা অনুযায়ী লকডাউনের মধ্যে ব্যাংক খোলা রাখার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।


আজ ১৩ এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো: রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘অনবৃত্তিক্রমে ১৪ এপ্রিল ২০২১ হতে ২১ এপ্রিল ২০২১ পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো’।

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম শ্রমিক আওয়াজকে বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত জানাতে ঘন্টা খানেক লাগবে। তারপর বলা যাবে খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি বলবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...