• আপডেট টাইম : 13/04/2021 03:53 AM
  • 477 বার পঠিত
  • মো:. কামরুজ্জামান, আশুলিয়া থেকে
  • sramikawaz.com

সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। ১২ এপ্রিল সোমবার বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় গোল্ডেন ইউনিয়ন নামে ওই জুতার কারখানায় এ আগুন লাগে। আগুনে দগ্ধদের মধ্যে বাবু নামে এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ওই কারখানার কার্যক্রম চলতো। আগুনের সূত্রপাত ঘটে কারখানাটির তৃতীয় তলায়। বিকেল সাড়ে ৩টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পানি স্বল্পতার কারণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যুক্ত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সাভার জোনের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের খবর জানাতে পারেননি তিনি। আশুলিয়ার পলাশবাড়ি এলাকার হাবিব ক্লিনিকের চিকিৎসক ডা. হাসনাত সাইদুল ইসলাম বলেন, ওই কারখানা থেকে আটজন রোগী আমাদের এখানে আসে। তাদের মধ্যে চারজন ছিল দগ্ধ। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...