• আপডেট টাইম : 04/04/2021 02:23 PM
  • 634 বার পঠিত
  • রোজিনা আক্তার সুমি
  • sramikawaz.com

বর্তমানে যা অবস্থা চারপাশে শুধু শ্রমিকের করুণ অবস্থা। বাড়তি ভাড়ার নামে চাঁদাবাজী ১০ টাকার ভাড়া ২০ টাকা এর মানে কি ৬০% বাড়ানো? আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে করোনার অজুহাতে বেকার হচ্ছে ল¶, ল¶ শ্রমিক। মালিকরা যদি মানবিক না হয় তাহলে দেশের খারাপ রূপ ধারণ করবে। শ্রমিক যা বেতন পায় তাতে ডাল ভাতেই চলতে কষ্ট হয়। আর প্রচন্ড রৌদে লেবুর শরবত খাবে শ্রমিক সেই প্রতি হালি লেবুর দাম ৫০/৬০ টাকা। এমন সকলপণ্যের দাম বেড়েছে।

নারী শ্রমিকদের বেশী সমস্যা। তারা সঠিক সময়ে কর্মস্থলে যেতে পারছে না। রাস্তায়র পাশে ঘন্টার পর ঘন্টা লাইন ধওে দাঁড়িয়ে থেকে গাড়ী নেই। এতে নারীর শ্রমিকরা ভিবিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন। আমি মনে করি এখন যদি এসব বন্ধ না করা হয় তাহলে সামনে অবস্থা খারাপ হবে, শ্রমিকের চাকরী থাকবে না। সঠিক সময়ে কাজে উপস্থিত হতে না পারলে। সরকারের প্রতি আমার দাবী করোনা মহামারীর মধ্যে করার পরিস্থিতির কথা যেন বিবেচনা করে। তা নাহলে শ্রমিকদের মরার উপর খাড়ার ঘা পড়বে।

রোজিনা আক্তার সুমি: ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...