• আপডেট টাইম : 17/03/2021 02:11 AM
  • 474 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাষ্ট্রায়ত্ত পাট ও চিনিকল আধুনিকায়ন করে চালু করার দাবিতে সংহতি সমাবেশ করেছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার ১৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির সদস্যরা এ সমাবেশ করেন।

সংহতি সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল চালু করতে হবে। সংবিধানে আছে রাষ্ট্রীয় খাত। অথচ মন্ত্রীরা বলে বেড়ান, রাষ্ট্রীয় খাতে আমরা কোনো কলকারখানা রাখব না। রাষ্ট্রায়ত্ত খাতে ব্যবসা চলবে কি চলবে না, সেটা যদি আমরা হিসাব করে দেখি, তাহলে দেখব চীনেও ৩০ শতাংশ রাষ্ট্রায়ত্ত খাত চলছে। আসল সংকট হলো, ব্যবস্থাপনার সংকট। আপনি যদি ব্যবস্থাপনার সংকটটা দূর করেন, তাহলে রাষ্ট্রায়ত্ত খাত খুব ভালোভাবে চলবে।’

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘ভবিষ্যতের কথা ভেবে, মুক্তিযুদ্ধের কথা ভেবে, জনগণের কথা ভেবে রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল চালু করতে হবে। জনগণের স্বার্থে মুনাফা ব্যবহার হোক। মুনাফা পি কে হালদাররা নিয়ে কানাডায় চলে যাবেন, আমরা সেই অর্থনীতি চাইনি।’

সংহতি সমাবেশে বক্তব্য দেন প্রবীণ শ্রমিকনেতা শহীদুল্লাহ চৌধুরী।
সুত্র ,প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...